দ্বিতীয় শ্রেনি পর্যন্ত কোন হোমওয়ার্ক নয় পড়ুয়াদের, ঘোষণা কেন্দ্রীয় সরকারের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 09/12/2020   শেষ আপডেট: 09/12/2020 8:54 p.m.

স্কুলের ব্যাগের ওজন হতে হবে পড়ুয়াদের দেহের ওজনের ১০ শতাংশ

'স্কুলের ব্যাগটা বড্ড ভারী, আমরা কী আর বইতে পারি' কবীর সুমনের লেখা এই গান বাচ্চাদের স্কুল ব্যাগের ওজন কমাতে পারেনি। কিন্তু এবার কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত ব্যাগের ওজন হতে হবে পড়ুয়াদের দেহের ওজনের ১০ শতাংশ। ন্যাশনাল এডুকেশন পলিসির সুপারিশে বলা হয়েছে, পড়ুয়াদের ব্যাগের মধ্যে ব্যাগের ওজন পরিমাপের জন্য রাখতে হবে ডিজিটাল যন্ত্র। নিয়মিত ব্যাগের ওজনের ওপর নজর রাখতে হবে। এছাড়াও পড়ুয়াদের স্কুল ব্যাগের মধ্যে প্রয়োজনীয় সামগ্রী রাখার জন্য আলাদা আলাদা খোপ রাখতে হবে। ব্যাগের ষ্ট্র‍্যাপ হতে হবে প্যাডেড। প্রত্যেকটি স্কুলে মিডডে মিলের ব্যবস্থা রাখতে হবে যাতে বাড়ি থেকে টিফিন আনতে না হয়।

কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের সুপারিশ অনুযায়ী দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের কোনো হোমওয়ার্ক দেওয়া যাবেনা। স্কুলে লকারের ব্যবস্থা করতে হবে। রাখতে হবে পানীয় জলের ব্যবস্থাও।