আপাতত স্থগিত মাধ্যমিক পরীক্ষা, কবে হবে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 11/05/2021   শেষ আপডেট: 11/05/2021 4:50 p.m.

আগামী ১ লা জুন মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল

করোনা (Corona) পরিস্থিতিতে উত্তাল গোটা দেশ। বেহাল অবস্থা বাংলারও। বেশ কিছুদিন আগে সিবিএসসি (CBSE) ও আইসিএসসি (ICSC) বোর্ড তাদের দশম শ্রেণির পরীক্ষা বাতিল করে দিয়েছিল। কিন্তু আজ সকালেও মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) হবে নাকি সেই নিয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২০ দিন বাদে ১ লা জুন পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আজ দুপুরে মধ্যশিক্ষা পর্ষদ স্পষ্ট জানিয়েছে যে এই করোনা পরিস্থিতিতে পরীক্ষাগ্রহণ অসম্ভব। আপাতত মাধ্যমিক পরীক্ষা হচ্ছে না। তবে এবার প্রশ্ন উঠছে পরীক্ষার্থী তাহলে পিছিয়ে দেওয়া হচ্ছে না সম্পূর্ণ বাতিল করা হচ্ছে?

এই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে যে তাঁরা রাজ্য সরকারের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করছে। তবে এই লাগামছাড়া সংক্রমনের মাঝে এখন যে পরীক্ষা হবে না তা স্থির। পর্ষদ জানিয়েছে, "আংশিক লকডাউনে রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে সমস্যার সম্মুখীন হবে।" তবে মাধ্যমিক এখন সম্পূর্ণ বাতিল বলে বলেনি মধ্যশিক্ষা পর্ষদ। তাঁরা এবার রাজ্য সরকারের সিদ্ধান্তের দিকে চেয়ে আছে। এবার পরীক্ষা কবে হবে কি হবে না, সেই অনিশ্চয়তায় ভুগছে লক্ষ লক্ষ পড়ুয়া।