স্কুল খুলবে ১৫ অক্টোবরের পর - বেরোলো নির্দেশিকা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 05/10/2020   শেষ আপডেট: 05/11/2020 5:41 a.m.

কি কি নির্দেশিকা মানতে হচ্ছে কর্তপক্ষ কিংবা শিক্ষার্থীদের?

পাঁচ মাস বন্ধ থাকার পর অবশেষে স্কুল খোলার অনুমতি পাওয়া গেল সরকারের থেকে। একই সাথে খোলা যাবে কোচিং সেন্টারও। যখন দৈনিক সংক্রমণ এতো বেশি তখন আদেও স্কুল খোলা ঠিক নাকি সেই নিয়ে উঠছে প্রশ্ন। স্বাভাবিক ভাবেই স্বাস্থ্য মন্ত্রক নির্দেশিকা জারি করে জানিয়ে দিলো ঠিক কি কি নিয়ম মেনে খোলা যাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

সোমবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল একটি টুইট করে যাবতীয় নির্দেশিকা ঘোষণা করলেন। নির্দেশিকাগুলি প্রধানত:

  • প্রধানত অনলাইন ক্লাসের দিকে উৎসাহী করতে হবে শিক্ষার্থীদের। স্কুল খুললেও কোনো শিক্ষার্থী চাইলেই অনলাইন ক্লাস করতে পারবেন।
  • স্কুল খোলার ২-৩ সপ্তাহের মধ্যে কোনো পরীক্ষা আয়োজন করা যাবে না।
  • অভিভাবকদের লিখিত অনুমতি ছাড়া কোনো শিক্ষার্থী যেতে পারবে না স্কুলে।
  • যে সমস্ত শিক্ষার্থীরা কন্টেনমেন্ট জোনে আছে তারা স্কুল আসবে না। তারা অনলাইনে ক্লাস করবে।
  • স্কুলে ঢোকার আগে থার্মাল স্ক্রিনিং করতে হবে সবার।
  • যদি সম্ভব হয় স্কুলে ঢোকা এবং বেরোনোর আলাদা গেট রাখতে হবে।
  • ক্লাস চলাকালীন বা ল্যাব কিংবা লাইব্রেরীতে মাস্ক পরেই থাকতে হবে।