করোনার কোপে বাতিল সিবিএসই দ্বাদশ এবং আইএসসি পরীক্ষা, বড় ঘোষণা সরকারের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 01/06/2021   শেষ আপডেট: 01/06/2021 10:01 p.m.
cbse.gov.in

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে বিষয়টি পরিষ্কার করলেন

দীর্ঘ টালবাহানার পর অবশেষে ঘোষিত হল চূড়ান্ত সিদ্ধান্ত। পড়ুয়াদের স্বার্থে এবং তাদের স্বাস্থের কথা বিচার করে সিবিএসই বোর্ড ঘোষণা করে দিল এ বছর তাদের দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হচ্ছে না। করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ের কারণে পরীক্ষার গতি প্রকৃতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন সেই বোর্ডের প্রতিনিধিরা। প্রধানমন্ত্রী মোদির ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর, সিবিএসসি বোর্ডের চেয়ারম্যান সহ আরো অনেকে। সেখানেই ভারত সরকার ঘোষণা করে সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে বাতিল করছে ভারত সরকার।

অন্যদিকে, সিবিএসই বোর্ডের পর এবার আইএসসি পরীক্ষাও বাতিল করা হলো। সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণি পরীক্ষা বাতিল করার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেছিলেন ছাত্র-ছাত্রীদের সুরক্ষা সবার প্রথমে এবং সেই কারণে বাতিল করা হলো এই পরীক্ষা। এবারে সিবিএসই এর পথে হাঁটল আইএসসি। তারাও নিজেদের ছাত্র-ছাত্রীদের সুরক্ষার কথা ভেবে পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। পরীক্ষা বাতিল হওয়ার পর কিভাবে ফলাফল ঘোষণা হবে আইএসসি পরীক্ষার, তা শীঘ্রই জানিয়ে দেবে বোর্ড।