ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ বঙ্গে বিদায় নেবে শীত, চলবে পূবালী হাওয়ার দাপট

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 11/02/2021   শেষ আপডেট: 11/02/2021 6:14 a.m.
instagram

তবে রাতের দিকে এখনো পর্যন্ত শীতের আমেজ বজায় থাকবে।

ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি থেকে পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিতে চলেছে শীত। দিনের বেলা এবারে আর প্রয়োজন পড়বে না কোন শীতের পোশাকের তবে রাতের দিকে এখনো পর্যন্ত শীতের আমেজ বজায় থাকবে। কিছুটা তাপমাত্রা বাড়তে চলেছে কলকাতার। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হবে না। অন্যদিকে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৬ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রী কম। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন রাতের দিকে শীতের আমেজ জারি থাকবে। পূবালী হাওয়ার দাপট বাড়বে। কিন্তু দিনের বেলায় শীতের পোশাকের প্রয়োজন পড়বে না।

বৃহস্পতিবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে। তারপর আস্তে আস্তে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি নাগাদ বঙ্গ থেকে বিদায় নেবে শীত। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের দিকে কিছুটা শীতের আমেজ বজায় রাখতে চলেছে। তবে বুধবার সকালের পর থেকে ভালোমতো গরম পড়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে শৈত্যপ্রবাহ এখনো চলবে উত্তর ভারতের রাজ্যে। চন্ডিগড়, পাঞ্জাব, হরিয়ানা এবং দিল্লির কয়েকটি জায়গায় এখনো কুয়াশার চাদর দেখা যেতে পারে। ডিসেম্বর মাসের শুরুতেও শীতের প্রভাব খুব একটা ছিল না বঙ্গে। তবে শেষ ইনিংসে ফেব্রুয়ারি মাসে বাংলায় দাপট দেখালো শীত।