উধাও শীত, ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্যে : আলিপুর আবহাওয়া দফতর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 13/11/2021   শেষ আপডেট: 13/11/2021 8:04 p.m.

১৬ নভেম্বর থেকেই ফিরবে শীত, কমবে রাতের তাপমাত্রা

হাওয়া অফিসের (Regional Meteorological Centre, Kolkata) পূর্বাভাস সত্যি করেই নভেম্বরের (November) শুরুতেই দেখা মিলেছিল শীতের। বেশ কয়েকটি জেলার তাপমাত্রা নেমেছিল ১৮ ডিগ্রির নিচে। তবে মাঝ নভেম্বরেই রাতারাতি গায়েব হয়েছে শীতের আমেজ, নেপথ্যে পূবালী হাওয়া। এর মধ্যেই আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, 'রবিবার বীরভূম, নদিয়া, পূর্বও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷'

খবর, বঙ্গোপসাগরের উপরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হয়েছে৷ যার ফলে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ উত্তরবঙ্গের মালদহ এবং দুই দিনাজপুরেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ উপকূলবর্তী জেলাগুলি অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে মেঘলা থাকবে আকাশ। বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি।

তবে আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মঙ্গলবারের মধ্যে কেটে যাবে এই পরিস্থিতি। ১৬ নভেম্বর থেকেই ফিরবে শীত, কমবে রাতের তাপমাত্রা।