পয়লা এপ্রিল নন্দীগ্রামে খেলা হবে, জেতা হবে : উচ্চস্বরে মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 09/03/2021   শেষ আপডেট: 09/03/2021 8:20 p.m.
মমতা বন্দ্যোপাধ্যায় twitter @BanglarGorboMB

ভোটের বাক্সে এপ্রিল ফুল করে দেবেন : তৃণমূলনেত্রী

বাংলার আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রংবদল ও দলবদলের পালা অব্যাহত। সাধারণ নেতা-নেত্রী থেকে সেলেব্রিটি, দলবদলের খেলায় পিছিয়ে নেই কেউ। আর তার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত রবিবার ব্রিগেডের সভায় বলেছিলেন, "আর খেলা হবে না। এ বার খেলা শেষ হওয়ার পালা।" আর কথার বিপরীতে কী কোনো কথা না হয়ে পারে? আর তাই "আর খেলা হবে না" এর পাল্টা দিলেন তৃণমূলনেত্রী। এদিন মঙ্গলবার নন্দীগ্রামে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, "১ এপ্রিল দ্বিতীয় দফায় নন্দীগ্রামে ভোটগ্রহণ। সেখানে খেলাও হবে, দেখাও হবে এবং জেতাও হবে।"

পাশাপাশি পয়লা এপ্রিল ভোটবাক্সে বিজেপিকে ‘এপ্রিল ফুল’ করতেও নন্দীগ্রামবাসীকে আহ্বান জানালেন নন্দীগ্রামের তৃণমূলপ্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি নন্দীগ্রামেরই তেখালি মাঠে জনসভা করার পরেই নন্দীগ্রামের হয়ে লড়তে চেয়েছিলেন তিনি। সেই মোতাবেক প্রার্থীতালিকা ঘোষণার সময় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, তিনিই নন্দীগ্রামে দলের প্রার্থী।

এরপরেই এদিন তৃণমূলনেত্রীর হুঁশিয়ারি,‘‘১ এপ্রিল এখানে ভোট আছে। ওদের এপ্রিল ফুল করে দেবেন। টাকা দিলে, টাকাটার কী করতে হয় আপনারা জানেন। কিন্তু ভোটের বাক্সে এপ্রিল ফুল করে দেবেন। ২মে যে দিন ফল বেরোবে, সে দিন বুঝতে পারবে ওরা।’’

এখানেই শেষ নয় দেবাশুর বাঁধা গানেই রব ওঠে "খেলা হবে"। আগত কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘‘১ এপ্রিল নন্দীগ্রামে খেলা হবে? ভয় দেখালে ভয় পাবেন? টাকা দিলে ভোট দেবেন? চমকালে ভোট দেবেন?’’  এই প্রশ্নের পরিপ্রেক্ষিতেই দলের কর্মী-সমর্থকেরা সমস্বরে ‘না’ বলতেই, তার প্রত্যুত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ঠিক বলছেন তো? তা হলে ১ এপ্রিল খেলা হবে। দেখা হবে, জেতা হবে। তৃণমূল জিতবে।’’