জারি অরেঞ্চ অ্যালার্ট, শক্তিশালী নিম্নচাপের প্রভাবে রাতভর চলবে ভারী বৃষ্টি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 19/08/2022   শেষ আপডেট: 19/08/2022 9:48 p.m.

মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি থাকছে

দিঘা হয়ে স্থলভাগে ঢুকে পড়ল অতি গভীর নিম্নচাপ। বর্তমানে বাংলা-ওড়িশা-ঝাড়খণ্ড হয়ে ছত্তীসগঢ়ের দিকে এগোচ্ছে নিম্নচাপ। জারি হয়েছে অ্যালার্ট। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি থাকছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, শক্তিশালী নিম্নচাপের প্রভাবে রাতভর বৃষ্টি চলবে। বইবে দমকা বাতাস। একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর৷

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি হয়েছে অরেঞ্চ অ্যালার্ট৷ সমুদ্র উপকূলবর্তী জেলাগুলিতে রেড অ্যালার্টও জারি করা হয়েছে৷ আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় ৬০-৭০ কিমি গতিতে বইতে পারে ঝোড়ো হাওয়া৷ 

ইতিমধ্যেই উত্তাল সমুদ্রে ট্রলার ডুবিতে ১৮ নিখোঁজ মৎস্যজীবীর খোঁজ চালাচ্ছে এনডিআরএফ৷ শুক্রবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার সন্দেশখালির সরবেড়িয়া আগারাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় টর্নেডোর ফলে ভাঙল অন্তত ৫০০ ঘরবাড়ি, গাছপালা।

আবহাওয়া দফতর সূত্রের খবর, রাতে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও, আগামীকাল পশ্চিমের জেলাগুলিতে মেঘলা আকাশ ও হালকা মাঝারি বৃষ্টি কিংবা দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতা সহ বাংলাদেশ লাগোয়া জেলাগুলির আবহাওয়ার উন্নতি হবে। যদিও মৎস্যজীবীদের ২ দিনের জন্য সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ এছাড়াও আজ ও আগামিকাল পর্যটকদের সমুদ্রে নামার ক্ষেত্রে নিয়ন্ত্রণের পরামর্শ আবহাওয়াবিদদের। দীঘা, মন্দারমনি, তাজপুর ও সাগর আইল্যান্ডের সমুদ্রের ধারে বিনোদনমূলক সমস্ত কাজ বন্ধ রাখতে কড়া নির্দেশ আবহাওয়া দফতরের।