কবে হবে আবহাওয়ার উন্নতি? রোদের দেখা মিলবে কবে? জানুন শীঘ্রই

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 04/10/2023   শেষ আপডেট: 04/10/2023 9:38 p.m.
instagram.com/street_licious_

দক্ষিণবঙ্গে কমলা সর্তকতা, উত্তরবঙ্গে জারি হয়েছে লাল সর্তকতা

পুজোর মুখে চরম দুর্ভোগ রাজ্যবাসীর। ভারী বৃষ্টিতে ভাসছে একাধিক জেলা। দক্ষিণবঙ্গে কমলা সর্তকতা, উত্তরবঙ্গে জারি হয়েছে লাল সর্তকতা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, অভিমুখ বদলে ঝাড়খণ্ড থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঢুকছে নিম্নচাপ। এবং তা ধীরগতিতে সরছে বাংলাদেশের দিকে। ফলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে শনিবার।

হাওয়া অফিস বলছে, আজ অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং জেলায়। উত্তরবঙ্গে জারি হয়েছে লাল সর্তকতা।