স্বস্তির খবর দক্ষিণবঙ্গে! বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 19/04/2024   শেষ আপডেট: 19/04/2024 4:33 p.m.
instagram.com/street_licious_

বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়

স্বস্তির খবর দক্ষিণবঙ্গে (Weather Update, Rainfall Alert)। বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণের কিছু জেলাতেও হতে পারে বৃষ্টি। পুরোপুরি না হলেও অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশনের জেরে এবার কিছুটা ভিজবে দক্ষিণবঙ্গ।

আইএমডি-র সর্বশেষ রিপোর্ট বলছে সোমবার থেকে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। তার প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে বাংলা ওড়িশা ঝাড়খণ্ডে। বলাবাহুল্য, আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহ চলবে। কাজেই ছিটেফোঁটা বর্ষণে অস্বস্তিকর গরম কমার সম্ভাবনা নেই বললেই চলে। বরং আগামী তিন দিন তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে। এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, পুরুলিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বর্ধমান ও বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।