রাজ্যজুড়ে ঝড়ের তান্ডবে মৃত ৯, সমবেদনা জানিয়ে আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/05/2023   শেষ আপডেট: 16/05/2023 10:34 p.m.
facebook.com/MamataBanerjeeOfficial/

পুরো সপ্তাহে জুড়ে এই ঝড়-বৃষ্টি চলবে

ঘূর্ণিঝড় মোকার প্রভাব বাংলায় না পড়লেও সোমবার কালবৈশাখীতে লন্ডভন্ড অবস্থা হয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। ঘণ্টায় ৮৪ কিমি বেগে ঝড় বয়েছে কলকাতায়, বিভিন্ন জায়গায় ভেঙে পড়ে গাছ। বিভিন্ন জেলায় প্রচুর বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। ট্রান্সফরমারের ক্ষতি হয়েছে। এসবের মধ্যেই সব মিলিয়ে মৃত্যু হয়েছে ন'জনের।

এদিন মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি মৃতদের পরিবার পিছু দু'লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেন।

অন্যদিকে হাওয়া অফিস জানিয়েছে, পুরো সপ্তাহে জুড়ে এই ঝড়-বৃষ্টি চলবে। বৃহস্পতিবার তা বাড়ার সম্ভাবনা রয়েছে।