তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় তৎপর উত্তর ২৪ পরগনা, তৈরি শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/06/2021   শেষ আপডেট: 26/06/2021 6:32 a.m.
করোনা হাসপাতাল @pixabay

শিশুদের জন্য অতিরিক্ত প্রস্তুতি নিতে শুরু করেছে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন

করোনাভাইরাস এর তৃতীয় ঢেউ আসন্ন এবং বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী এই ঢেউয়ের সবথেকে বেশি আক্রান্ত হবেন শিশুরা। দ্বিতীয় ঢেউয়ের জন্য কেন্দ্র এবং রাজ্যের দুটি সরকারি খুব একটা প্রস্তুত ছিল না এবং তার জন্য দুই জায়গাতেই হয়েছে খুব সমস্যা। দুই সরকারই লকডাউন ডাকতে বাধ্য হয়েছিল বেশ কিছু জায়গায়। তৃতীয় ঢেউয়ের সময় যেন কোন রকম সমস্যা না হয় তার জন্য আগেভাগে শুরু করে দেওয়া হয়েছে বেশকিছু পরিকাঠামো গঠন। ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর পরিস্থিতি মোকাবিলা করার জন্য তৎপর হয়ে উঠেছে। জেলা স্বাস্থ্য কর্তারা জানিয়ে দিয়েছেন, করোনাভাইরাস এর তৃতীয় ঢেউ যেন শিশুদের বেশি আক্রান্ত না করতে পারে তার জন্য শিশু এবং কিশোরদের চিকিৎসা পরিকাঠামো আরো উন্নত করা হচ্ছে। হাসপাতালগুলিতে শিশু-কিশোর চিকিৎসা পরিকাঠামো উন্নত করার জন্য কাজ করছে জেলা প্রশাসন.

জেলাসদর বারাসাত জেলা হাসপাতালে সুপার সুব্রত মণ্ডল বলেছেন, "শিশুদের চিকিৎসার জন্য ইতিমধ্যেই পরিকাঠামো তৈরি করা হচ্ছে।" হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, ২০ টি অক্সিজেন কনসেনট্রেটর, লাইফ সাপোর্ট ইকুইপমেন্ট, ১৩ টি পেডিয়াট্রিক ভেন্টিলেটর  এবং আরও অনেক কিছু জিনিস আনা হয়েছে শিশু এবং কিশোরদের চিকিৎসা করার জন্য। এছাড়া হাসপাতালে শিশুদের চিকিৎসা করার জন্য এসএনসিইউ এর ৪০ শয্যা ব্যবহার করার কথাও জানানো হয়েছে। এছাড়াও জেলাশাসক সুমিত গুপ্তা জানিয়েছেন অশোকনগর, হাবরা এবং বারাসাতের বেশ কয়েকটি জায়গায় অক্সিজেন প্লান্ট তৈরি করা হচ্ছে। বনগাঁ মহকুমা হাসপাতালে শিশুদের পরিকাঠামো বৃদ্ধি করার চেষ্টা করা হচ্ছে। জানা যাচ্ছে সেখানে দশটি অক্সিজেন কনসেনট্রেটর আনা হয়েছে। এছাড়াও সেখানে এসএনসিইউ বেড রয়েছে বলে খবর। অন্যদিকে, এই তৃতীয় ঢেউয়ের সময় যাতে শিশুদের কোনো সমস্যা না হয় তার জন্য অভিভাবকদের আরো সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের গোবরডাঙ্গা সম্পাদক এন সি কর।