"সত্য খুঁজে বার করবে পুলিশ", বারাসাত হাসপাতালে এসে মন্তব্য রাজ্যপালের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 28/08/2023   শেষ আপডেট: 28/08/2023 7:16 a.m.

পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে বিস্ফোরণ স্থল ঘুরে দেখেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস

এগরার পরে এবার উত্তর ২৪ পরগণার নীলগঞ্জ, বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৮ জনের মৃত্যুর আশঙ্কা৷ আহত একাধিক। প্রায় ধূলিসাৎ হয়ে যায় একটি দোতলা বাড়ি। বিস্ফোরণের তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের বাড়ি। শিলিগুড়িতে (Siliguri) বসেই এই খবর পেয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে বিস্ফোরণ স্থল ঘুরে দেখেন। এরপরেই আহতদের দেখতে বারাসাত হাসপাতালে ঢোকার আগে তিনি জানান, একে নিছক দুর্ঘটনা বললে ভুল হবে। সত্য খুঁজে বার করবে পুলিশ।

অন্যদিকে প্রশাসন সূত্রের খবর, নীলগঞ্জে ঠিক কী ঘটেছে, পুলিশ এখনও পর্যন্ত তদন্ত কী কী পেয়েছে- এ বিষয়ে একটি প্রাথমিক রিপোর্ট মুখ্যমন্ত্রীকে জমা দিয়েছেন ডিজি।