জানুয়ারি থেকে ৩% হারে মহার্ঘ্য ভাতা পাবেন রাজ্য সরকারী কর্মচারীরা

রিচা রায়
প্রকাশিত: 14/12/2020   শেষ আপডেট: 14/12/2020 8:57 p.m.

এ বছর সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা ২ শতাংশ থেকে বাড়িয়ে ৩ শতাংশ করা হয়েছে।

সোমবার রাজ্য সরকারের তরফ থেকে মহার্ঘ্য ভাতার বিজ্ঞপ্তি জারি করা হল। আগামী বছরের জানুয়ারী মাস থেকে ৩% হারে মহার্ঘ্য ভাতা পাবেন সরকারী কর্মচারীরা। এই মাসেই রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তার কিছুদিন পরেই মুখ্যমন্ত্রী ডি এ ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী জানান, এই পরিস্থিতিতে রাজ্য সরকারের হাতে অর্থ কম থাকলেও সরকার জানুয়ারিতে ৩% হারে ডি এ দেবে সকলকে। তবে অন্যান্য বছর সরকারী কর্মচারীরা ২% হারে ডি এ পান সরকারী কর্মচারীরা। এবছর ১% বাড়িয়ে দেওয়া হয়েছে। এতে সরকারের অতিরিক্ত ২ হাজার কোটি টাকা খরচ হবে।

বকেয়া মহার্ঘ্য ভাতা মেটানো ও ডি এ বৃদ্ধির দাবিতে রাজ্য বনাম সরকারী কর্মচারীদের সংগঠনের মামলা চলছে। সরকারের এই বিজ্ঞপ্তি সেই মামলার ক্ষেত্রে আশাপ্রদ হতে পারে বলে মনে করা হচ্ছে।