ফের বাড়ল সংক্রমণ, আক্রান্তের নিরিখে এগিয়ে উত্তর চব্বিশ পরগনা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 08/07/2022   শেষ আপডেট: 08/07/2022 7:46 p.m.
করোনা @martinsanchez

দ্বিতীয় স্থানে আছে কলকাতা

গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল সংক্রমণ। কলকাতাকে ছাপিয়ে দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার রাজ্যে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৫০ জন। যা বৃহস্পতিবারের তুলনায় বেশি। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ৭৪০ জন। দ্বিতীয় স্থানে আছে কলকাতা। সেখানে আক্রান্ত হয়েছেন ৭২৭ জন। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা, আক্রান্ত হয়েছেন ২১৩ জন।

অন্যদিকে, পুরুলিয়া দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে খবর, কলেজের ৫৮ পড়ুয়া করোনাক্রান্ত হয়েছেন। তবে এতজনকে আইসোলেশনে রাখা সম্ভব নয় বলেই জানিয়েছে পুরুলিয়া দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।

ইতিমধ্যেই করোনা সতর্কতা জারি হয়েছে রাজ্যে রাজ্যে। করোনার চতুর্থ ঢেউ শুরু হয়ে গিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮১৫ জন।