রাজ্যে আক্রান্ত ১৫০০ পার, মাস্ক-স্যানিটাইজার নিয়ে নয়া নিয়ম স্বাস্থ্যদপ্তরের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 30/06/2022   শেষ আপডেট: 01/07/2022 7:57 a.m.
করোনা @martinsanchez

উত্তর ২৪ পরগনায় কোভিড পজিটিভ ৪৩৫ জন

ক্রমশ বাড়ছে বঙ্গে করোনাক্রান্তের সংখ্যা। চব্বিশ ঘন্টায় বাংলায় একদিনে নতুন করে কোভিড (COVID-19) পজিটিভের সংখ্যা ছাড়াল ১৫০০। সংক্রমণ ছড়িয়েছে প্রতিটি জেলাতেই। রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান বলছে, বাংলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ১৫২৪ জন। আক্রান্তের নিরিখে এগিয়ে কলকাতা। সেখানে আক্রান্ত হয়েছেন ৬২১ জন। এরপরই করোনা গ্রাফের তালিকায় রয়েছে উত্তর ২৪  পরগনা। উত্তর ২৪ পরগনায় কোভিড পজিটিভ ৪৩৫ জন। তৃতীয় স্থানাধিকারী দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ১১৫ জন। সংক্রমণের বাড়বাড়ন্ত দেখে এই পরিস্থিতিতে নতুন করে কোভিড নির্দেশিকা জারি করল স্বাস্থ্যদপ্তর।

স্বাস্থ্যদপ্তরের নির্দেশিকাতে বলা হয়েছে, নতুন করে সংক্রমণের বাড়বাড়ন্তে ফের আগের মতো সতর্ক হওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ফের মাস্ক, স্যানিটাইজেশন বাধ্যতামূলক করা হোক। জোর দেওয়া হোক টিকাকরণে। একই সঙ্গে সামাজিক দূরত্ব মানার কথাও জানিয়েছে রাজ্য স্বাস্থ্যদপ্তর।