উদ্বেগে করোনা সংক্রমণ, একদিনে রাজ্যে আক্রান্তের সংখ্যা ৪,৫০০ পার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 01/01/2022   শেষ আপডেট: 01/01/2022 8:26 p.m.
করোনা ভাইরাস unsplash @cdc

শুধুমাত্র কলকাতাতে একদিনে করোনাক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৯৮ জন

ফের উদ্বেগে রাজ্যের (West Bengal) করোনা গ্রাফ (Coronavirus)। রাজ্যে আরও একদিন ১,০০০এর বেশি বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। গতকাল রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল তিন হাজার ছুঁই ছুঁই। এদিকে আজ, শনিবার করোনা সংক্রমণ ৪,৫০০ পার করেছে। একদিনে মৃতের সংখ্যা ৯ । শনিবার বিকেলে স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট বলছে, ইতিমধ্যে রাজ্যে ওমিক্রন সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫। কলকাতায় একদিনে করোনাক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৯৮ জন। 

স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট বলছে, রাজ্যে ৩৭,৫৪২টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। যার মধ্যে ৪,৫১২ জনের সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে শুধুমাত্র কলকাতাতে একদিনে করোনাক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৯৮ জন। দ্বিতীয় স্থানে উত্তর চব্বিশ পরগনা। একদিনে আক্রান্তের সংখ্যা ৬৮৮ । তৃতীয় স্থানে ৩৪৪ । এরপরেই দক্ষিন চব্বিশ পরগনা, আক্রান্তের সংখ্যা ১৯৮ । হুগলিতে আক্রান্তের সংখ্যা ১৬৫ । গত চব্বিশ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১,৯১৩ জন। রাজ্যে মোট অ্যাক্টিভ কেস হয়েছে ১৩,৩০০।