রাজ্যে করোনাক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল তিন হাজারের গণ্ডি, মৃত ৫

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/07/2022   শেষ আপডেট: 14/07/2022 8:28 p.m.

দেশে কোভিডের বাড়ন্তের মধ্যেই এবার থাবা বসাল মাঙ্কিপক্স

রাজ্যে (West Bengal) করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ অব্যাহত। গত ২৪ ঘণ্টায় আরও বাড়ল আক্রান্তের সংখ্যা, বাড়ল মৃত্যুও। রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুধবারের বুলেটিন অনুযায়ী, একদিনে রাজ্যে নতুন করে কোভিড পজিটিভ হয়েছেন ৩০২৯ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। পজিটিভিটি রেট ১৮.৯৫। সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে ৭৩২ জনের শরীরে বাসা বেঁধেছে ভাইরাস। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা (Kolkata)। সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ৫৭৪ জন। এরপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। আক্রান্ত হয়েছেন ২০৮ জন।

অন্যদিকে দেশে কোভিডের বাড়ন্তের মধ্যেই এবার থাবা বসাল মাঙ্কিপক্স। জানা গিয়েছে, কেরালার এক ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁর দেহে মাঙ্কিপক্সের উপসর্গ পাওয়া যেতেই নমুনা সংগ্রহ করে National Institute of Virology (NIV)-তে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পজিটিভ এসেছে সেই রিপোর্ট। সূত্র মারফত খবর, UAE থেকে ওই ব্যক্তি কেরালায় পৌঁছন ১২ জুলাই।