রাত ফুরালেই ভোট, তার আগেই উত্তপ্ত টিটাগড়

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 21/04/2021   শেষ আপডেট: 21/04/2021 9:22 a.m.

বোমা বিস্ফোরণে ১ জনের মৃত্যু, গুরুতর আহত আর ১ জন

রাত ফুরালেই ভোট। ভোটের আগেই বিস্ফোরণে কেঁপে উঠলো টিটাগড় অঞ্চল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হয়েছে। ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে আর ১ জন গুরুতর আহত হয়েছে। মৃত ব্যক্তির নাম রাজকুমার যাদব, যিনি পেশায় একজন গাড়িচালক। সূত্রে খবর, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিলো যে বাড়ীর চাল উঠে উড়ে যায়। ছিন্নভিন্ন অবস্থায় রাজকুমার যাদবের মৃতদেহ উদ্ধার হয়। গুরুতর আহত ১ ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

গত লোকসভা ভোটের সময় টিটাগড়, ব্যারাকপুর, কাঁচরাপাড়া অঞ্চলগুলি উত্তপ্ত হয়ে উঠেছিল। দফায় দফায় বোমা বাজি গুলির খবর উঠে এসেছিল। সেই কথা মাথায় রেখে উত্তর ২৪ পরগনা জেলা নির্বাচন কমিশন প্রথম থেকেই গোলমাল অশান্তি এড়াতে উপযুক্ত ব্যবস্থা নিয়ে রেখেছে বলে সূত্রের খবর। ইতিমধ্যে সন্দেহভাজন ৩ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। আধা সেনা দিয়ে এলাকা স্যানিটাইজ কাজ চলছে। এতকিছুর পরও এলাকায় অশান্তি এড়ানো যাচ্ছে না বলে অভিযোগ। বিভিন্ন এলাকায় নাকা চেকিং এর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে এলাকায় রুটমার্চ চলছে। তারপরও গতকাল রাতে বিজেপি সাংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে এক তুমুল বোমাবাজির খবর এসেছে। পুলিশ বেশ কয়েক জায়গায় তল্লাশি চালিয়ে বোমা ও বেআইনি অস্ত্র উদ্ধার করেছে। এমন অবস্থায় এই অঞ্চলের সুষ্ঠু নির্বাচন কার্যত চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন এবং স্থানীয় প্রশাসন দায়বদ্ধ বলে জানিয়েছেন।