ডিসেম্বরে শুরু হচ্ছে বিশ্বভারতীর অফলাইন ক্লাস, থাকতে পারবেন কারা কারা?

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 04/11/2021   শেষ আপডেট: 04/11/2021 10:07 p.m.
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় - visvabharati.ac.in

দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর অবশেষে চালু হতে চলেছে বিশ্বভারতীর অফলাইন ক্লাস

অবশেষে সমস্ত জল্পনার অবসান। ডিসেম্বর মাসের প্রথম তারিখ থেকেই অফলাইন ক্লাস শুরু হতে চলেছে বিশ্বভারতী পড়ুয়াদের। তবে সব পড়ুয়াদের ক্ষেত্রে ওই দিন থেকে ক্লাস শুরু হবে না বলে জানানো হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে। বিশ্বভারতী বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, স্নাতক এবং স্নাতকোত্তর এর অন্তিম সেমিস্টারের পড়ুয়া এবং এমফিল এর সমস্ত পড়ুয়া ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন। অন্যদিকে পাঠভবনের নবম এবং দশম শ্রেণীর সমস্ত পড়ুয়াদের ক্লাস শুরু হতে চলেছে ডিসেম্বর মাসে, এমনটাই জানিয়েছে বিশ্বভারতী।

বিশ্বভারতী জানিয়েছে, স্থানীয় এবং আবাসিক সমস্ত পড়ুয়াদের জন্য বর্তমানে ক্লাস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, ক্লাস চালু হয়ে গেলেও হোস্টেল এখনই খোলা হচ্ছে না। তবে পরের বছরের জানুয়ারি মাসে হোস্টেল খোলা হতে পারে বলে মনে করছে অনেকে। কিন্তু ততদিন পর্যন্ত নিজেদের থাকার ব্যবস্থা পড়ুয়াদের নিজেদেরকে করতে হবে। সঙ্গে সঙ্গেই, বিশ্বভারতীর অফলাইন ক্লাস করার জন্য নতুন কিছু নির্দেশিকা জারি করা হয়েছে বিশ্বভারতীর তরফ থেকে। জানানো হয়েছে এই অফলাইন ক্লাস করার জন্য অবশ্যই যেকোনো পড়ুয়াকে দুটি করোনাভাইরাস ভ্যাকসিনের টিকা গ্রহণ করতে হবে। যদি তারা দুটি ডোজের শংসাপত্র প্রদর্শন করতে পারে, তারপরেই তাদেরকে ক্লাস করার অনুমতি দেওয়া হবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।