বঙ্গে বিনামূল্যে টীকাকরণ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 10/01/2021   শেষ আপডেট: 10/01/2021 11:47 a.m.

জেলায় জেলায় স্বাস্থ্য ও পুলিশ বিভাগে চিঠিতে মুখ্যমন্ত্রীর নির্দেশ

কেরালা, বিহার সহ নানা রাজ্যে করোনা ভ্যাকসিন বিনামূল্যে দেওয়ার কথা আগেই ঘোষিত হয়েছে। এবার বঙ্গবাসীর জন্য সুখবর দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রতিটি জেলার পুলিশ ও স্বাস্থ্যভবনে চিঠি মারফৎ বিনামূল্যে টীকাকরণের প্রস্তাব দিলেন। এক্ষেত্রেও আগে টীকাগ্রহণ করবে ফ্রন্টলাইন ওয়ারিয়র্স বা সামনের সারির যোদ্ধারা।

পুনের সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড ভ্যাকসিন রাজ্যে আসবে আগামী সপ্তাহেই। স্বাস্থ্যদফতর থেকে ইতিমধ্যেই ধাপে ধাপে নাম ও প্রয়োজনীয় তথ্য নথিভুক্তিকরণ শুরু হয়েছে। বিভিন্ন জেলা ও প্রশাসনিক স্তরে কীভাবে তা বণ্টিত হবে তার নীল নক্সাও তৈরি হয়েছে। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও পুলিশ মিলিয়ে প্রায় ৩ কোটি নাগরিক পাবেন প্রথমেই। দ্বিতীয় ধাপে শিশু ও বৃদ্ধদের টীকাকরণ হবে। মুখ্যমন্ত্রীর লেখা চিঠিতে শুধু সামনের সারির নয়, রাজ্যের সমস্ত নাগরিক বিনামূল্যেই এই কোভিশিল্ড গ্রহণ করতে পারবে বলেই আশ্বাস দেন তিঁনি।