উলুবেড়িয়া হাসপাতাল চত্বরে বিজেপি প্রার্থী পাপিয়াকে চড় বিক্ষোভকারীদের, কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/04/2021   শেষ আপডেট: 06/04/2021 5:32 p.m.
পাপিয়া অধিকারী https://youtu.be/RTJbxYn04x8

উলুবেড়িয়া দক্ষিণের বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন পাপিয়া অধিকারী

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের তৃতীয় দফা আজকে। হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনার মোট ৩১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব চলছে। দক্ষিণ ২৪ পরগনাতে আছে ১৬ আসন। অন্যদিকে হাওড়া ও হুগলিতে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা যথাক্রমে ৭ টি ও ৮ টি। সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই চলছে নির্বাচনের কাজ। তবে উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল চত্বরে উলুবেড়িয়া দক্ষিণের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। জানা গিয়েছে, আজ ভোটগ্রহণ চলাকালীন উলুবেরিয়া দক্ষিনে বিজেপি ও তৃণমূলের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষে বিজেপি কর্মীদের তলোয়ার দিয়ে আঘাত করা অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেই কর্মীকে উলুবেড়িয়া মহাকুমা হাসপাতালে দেখতে যান পাপিয়া। তখনই হাসপাতাল চত্বরে তৃণমূল কর্মীদের সাথে বচসা বাধে পাপিয়ার।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, হাসপাতালের বাইরে পাপিয়ার সঙ্গে থাকা কর্মীদের মারধর শুরু করে তৃণমূলের লোকেরা। এমনকি পাপিয়া বাধা দিতে গেলে তাকে চড় মারা হয় এবং ধাক্কা দেওয়া হয়। সেখানে রাজ্য পুলিশের কর্তব্যরত পুলিশকর্মী থাকলেও সে নীরব দর্শকের ভূমিকা নেয়। ঘটনা বেগতিক বুঝে পাপিয়া তাড়াতাড়ি হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। ঘটনা প্রসঙ্গে পাপিয়া বলেছেন, "আমি সকাল থেকে ঘুরছি। কেন্দ্রীয় বাহিনী খুব ভালো কাজ করছে। কিন্তু তৃণমূলের লোকজন সব জায়গায় সমস্যা সৃষ্টি করার চেষ্টা করছে। ভোট বিজেপির দিকে করছে দেখে আমার উপর হামলা করছে। চর, ঘুসি ও লোহার রড দিয়ে আমাকে মেরেছে। আমি ঘটনার অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হব।"