ত্রিপুরায় ঘাসফুল উত্তোলনের জের! কেরপুজোতে ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা মমতার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 31/07/2021   শেষ আপডেট: 31/07/2021 2:07 p.m.
মমতা বন্দ্যোপাধ্যায় instagram.com/mamataofficial

ত্রিপুরার হাওয়ায় এখন তৃণমূলের গন্ধ

নজরে ত্রিপুরা (Tripura)। তাই ত্রিপুরা বাসীর মন জয় করতে একফোঁটাও খামতি দিচ্ছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ কেরপুজো। পশ্চিমবঙ্গে এই পুজোর চল না থাকলেও, কেরপুজো ত্রিপুরার আদিবাসীদের ঐতিহ্যেরও প্রতীক। তাই এবার ত্রিপুরাবাসীকে (Tripura) কেরপুজোর শুভেচ্ছা জানালেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শনিবার সকালেই ট্যুইট করে মুখ্যমন্ত্রী বলেন, "কেরপুজোর শুভক্ষণে ত্রিপুরাবাসীকে আমার অভ্যর্থনা। আমি সবার সুস্বাস্থ্য কামনা করি।"

খুব সাধারণভাবেই মুখ্যমন্ত্রী ত্রিপুরাবাসীর পাশে থেকে তাঁদের অভ্যর্থনা জানালেও, এর নেপথ্যে একেবারে যে রাজনীতির গন্ধ নেই, সেটা বলা যাচ্ছে না। অন্তত এমনই মত বিরোধীদের। প্রসঙ্গত, ত্রিপুরার হাওয়ায় এখন তৃণমূলের গন্ধ।ত্রিপুরায় আই প্যাক টিমের সদস্যদের ‘আটকে রাখা ও পুলিশি জেরা’ সেই গন্ধ কিছুটা বাড়িয়ে দিয়েছে। আর তাতেই দলবদলের একাধিক খবর উঠে আসছে। প্রসঙ্গত, শুক্রবারই রাজ্যের প্রাক্তন মন্ত্রী-বিধায়ক-সহ ৭ নেতানেত্রী তৃণমূলে যোগ দিয়েছেন। তাঁদের হাতে ঘাসফুল পতাকা তুলে দেন মলয় ঘটক, ব্রাত্য বসু, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন এবং কাকলি ঘোষ দস্তিদাররা।