বৈদ্যবাটিতে টিকাকরনে স্বজনপোষণ, তৃণমূল নেতা অভিযোগ করলেন তৃণমূল নেতার বিরুদ্ধেই

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 28/06/2021   শেষ আপডেট: 28/06/2021 8:07 a.m.

এই ঘটনার জেরে ধুন্ধুমার বৈদ্যবাটি পৌরসভা

বৈদ্যবাটি পৌরসভা টিকা দেওয়ার ক্ষেত্রে তৃণমূলের বেনজির অভিযোগ।এবারে তৃণমূলের কো-অর্ডিনেটর এর বিরুদ্ধে অস্বচ্ছতার অভিযোগ তুললেন শাসকদলের আরো এক কো অর্ডিনেটর। এছাড়াও বিরোধীরা স্বজনপোষণের অভিযোগ তুলেছে সেই নেতার বিরুদ্ধে। যার জেরে বৈদ্যবাটি তে রাজনৈতিক পরিস্থিতি ধুনধুমার। শনিবার সকালে টিকা নেওয়া লাইন পড়েছিল বৈদ্যবাটি পৌরসভা চত্বরে। ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কো-অর্ডিনেটর প্রবীর পাল অভিযোগ জানান তাদের না জানিয়ে প্রথম কুড়ি জনকে টিকা দেওয়া হয়েছে। স্ত্রী অভিযোগ জানিয়েছেন স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে আছেন ৫ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর নমিতা মাহাতো। তিনি স্বজনপোষণ করে এবং বেআইনিভাবে নিজের পছন্দের লোকেদের টিকা দিচ্ছেন বলে অভিযোগ করেছেন প্রবীর পাল।

অন্যদিকে এই অভিযোগকে কেন্দ্র করে বিরোধীরা সুর চড়িয়েছে। 23 নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর মানোয়ার হোসেন অভিযোগ করেছেন, টিকা নেওয়ার ক্ষেত্রে স্বজনপোষণ করা হচ্ছে। যেদিন দ্বিতীয় টিকা দেওয়ার কথা সেদিন নিজেদের লোকেদের থেকে প্রথম টিকা দেওয়া হচ্ছে। যিনি এই টিকাকরনের দায়িত্বে রয়েছেন তিনি অস্বচ্ছ কাজ করছেন এবং স্বজনপোষণ করছেন বেশ অনেকদিন ধরে। অন্যদিকে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে নমিতা মাহাতো বললেন, " দ্বিতীয় টিকা দেওয়ার পরেও কিছু টিকা থেকে যায়। তাই সেগুলো যাতে নষ্ট না হয় সেইজন্য কয়েকজনকে প্রথম টিকা দেওয়া হচ্ছিল। এইখানে কোন রকম স্বজনপোষণের বিষয় নেই।" তবে দুই তৃণমূল কো-অর্ডিনেটর এর মধ্যে এই ঠান্ডা লড়াইয়ে যে সুবিধা খুঁজছে বিরোধীরা, তা আর বলার অপেক্ষা রাখে না।