চতুর্থ দফার নির্বাচনের আগে সবুজ বনাম গেরুয়া সংঘর্ষে উত্তপ্ত শীতলকুচি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 10/04/2021   শেষ আপডেট: 10/04/2021 6:57 a.m.
তৃণমূল-বিজেপি

কোচবিহার মাথাভাঙ্গা এলাকার উত্তর নলগ্রাম বর্তমানে রাজনৈতিক উত্তাপের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে

রাজ্যে এবারে চতুর্থ দফা নির্বাচন। এই নির্বাচনের আগেই এবার তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠলো শীতলকুচি এলাকা। শীতলকুচি এলাকাটি উত্তর নলগ্রাম বিধানসভার মধ্যে পড়ে। শুক্রবার দুই শিবিরের মধ্যে এলাকা দখল এর জন্য রীতিমতো হাতাহাতি শুরু হয়ে যায়। দুই দলের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন এবং তাদের সকলকে চিকিৎসার জন্য মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ইতিমধ্যে। একদিকে বিজেপি দাবি করে, বেআইনিভাবে তৃণমূল এলাকায় প্রচার করছিল এবং তার প্রতিবাদ করার জন্য তাদের কর্মীদের ওপর হামলা করা হয়েছে।

অন্যদিকে তৃণমূলের অভিযোগ, বিজেপি এলাকায় প্রচার করেছিল বাধা দেওয়া তাদের তিন কর্মীকে মারধর করেছে বিজেপি। সব মিলিয়ে নলগ্রাম এলাকায় তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ শুরু হয়ে গিয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। শীতলকুচি তে দলের হয়ে নির্বাচনী সভা করতে এসেছিলেন সভাপতি দিলীপ ঘোষ। তার দিন কয়েক পরেই এই হাতাহাতির ঘটনা। বর্তমানে বেশ কয়েকজন কর্মী ভর্তি রয়েছেন হাসপাতালে। তাদের মধ্যে আছেন আবু তাহের মিয়া, রফিকুল মিয়া, সুবল বর্মন সহ আরো অনেকে।