শাসকদলের ভাঙ্গনরোধে নয়া কর্মসূচি "আমরা দিদির সৈনিক", শুরু হল পুরুলিয়ায়

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 31/01/2021   শেষ আপডেট: 31/01/2021 10:13 p.m.
-

ইতিমধ্যেই মালদহে এই কর্মসূচি শুরু হয়ে গিয়েছে

একুশে নির্বাচনের আগে শাসকদল তৃণমূল কংগ্রেস দলবদল ইস্যু নিয়ে বেশ চিন্তায় আছে। তবে এরই মাঝে শাসকদল ভাঙ্গন ঠেকিয়ে নির্বাচনের আগে স্বমহিমায় ফিরে আসতে রাজ্যজুড়ে "আমিও দিদির সৈনিক" কর্মসূচি শুরু করছে। এই কর্মসূচিতে নিজের ঘরে তৃণমূলের পতাকা টাঙানোর পাশাপাশি তিন বন্ধু বা সহযোদ্ধাকে তাদের বাড়িতে দলীয় পতাকা লাগাতে হবে। আসলে এভাবেই শাসকদল রাজ্যজুড়ে জন আন্দোলন শুরু করার প্রচেষ্টা করছে। ইতিমধ্যেই মালদহে এই কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। আজ অর্থাৎ রবিবার শাসকদল পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় "আমিও দিদির সৈনিক" কর্মসূচি আরম্ভ করলো। এছাড়াও শাসকদল সোশ্যাল মিডিয়াতে তাদের এই কর্মসূচির ব্যাপক প্রচার করছে।

আজ অর্থাৎ রবিবার পুরুলিয়া জেলা যুব তৃনমূলের সভাপতি সুশান্ত মাহাতো তার আমডিহার বাড়িতে দলীয় পতাকা লাগিয়ে কর্মসূচি আরম্ভ করেন। তার তিনজন বন্ধু হিসাবে বাড়িতে পতাকা লাগিয়েছে পুরুলিয়া জেলা পরিষদের যৌন স্বাস্থ্য ও পরিবেশের স্থায়ী সমিতির কর্মদক্ষ সৌমেন বেলথারিয়া, পুরুলিয়া জেলার সহ-সভাপতি প্রণব দেওঘরিয়া এবং পুরুলিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রতিমা সরেন। এই বিষয়ে জেলা সভাপতি গুরুপদ টুডু বলেছেন, "এই কর্মসূচীর মাধ্যমে আমরা রাজ্যজুড়ে সমস্ত তৃণমূল কর্মী ও সমর্থকরা নিজেদের বাড়িতে দলীয় পতাকা লাগাবো। আমরা সবাই রাজ্যবাসীকে আমরা দিদির অনুগামী শ্লোগানে অনুপ্রাণিত করতে চাই। এই কর্মসূচীর মাধ্যমে আমরা সাধারন মানুষের সাথে আমাদের মেলবন্ধন করব। এই কর্মসূচি আর কিছুদিনের মধ্যেই জনআন্দোলনে পরিণত হবে।"