দেবাঞ্জনের নিরাপত্তারক্ষী রাজ্যপালের সাথে দেখা করে খাম দিতেন, ছবি প্রকাশ তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 01/07/2021   শেষ আপডেট: 01/07/2021 5:34 p.m.
নবান্নে সুখেন্দু শেখর রায় facebook.com/AITCofficial/

রাজ্যপালের সাথে দেবাঞ্জনের যোগসূত্র সম্বন্ধে নবান্নে ছবি প্রকাশ করেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়

দেবাঞ্জন দেবের ভুয়ো ভ্যাকসিন কান্ড এবং সার্বিক প্রতারণা নিয়ে সরগরম হয়ে রয়েছে গোটা বঙ্গ রাজনীতি। বিজেপির একাধিক নেতাকর্মী দেবাঞ্জন দেবের (Debanjan Deb) পিছনে তৃণমূল (TMC) নেতাদের মদতের অভিযোগ জানিয়েছিল। তবে তা অস্বীকার করে ঘাসফুল শিবির। উল্টে আজ নবান্নে (Nabanna) একটি সাংবাদিক বৈঠকে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy) দেবাঞ্জন দেবের সাথে রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankar) সম্পর্ক রয়েছে বলে দাবি করেছেন। তিনি সাংবাদিকদের সামনে একাধিক ছবি প্রকাশ করে দেখিয়েছেন যে সস্ত্রীক জগদীপ ধনখড়ের সাথে দেবাঞ্জন দেবের নিরাপত্তারক্ষীর দেখা হয়েছে। তৃণমূলের অভিযোগ যে একজন প্রতারকের নিরাপত্তারক্ষী কি করে রাজভবনে সরাসরি রাজ্যপালের সাথে দেখা করতে পারেন? সঙ্গে তিনি এও জানিয়েছেন যে গোপন সূত্রে খবর পাওয়া গিয়েছে নিরাপত্তারক্ষীর হাতে করে রাজ্যপালকে খাম এবং চিঠি পাঠানো হত। গোয়েন্দারা পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

তৃণমূল সাংসদ নবান্নের ছবি দেখানোর পর জানিয়েছেন “যদি প্রমাণ হয় ওই সিকিউরিটির সঙ্গে রাজ্যপালের কোনও সম্পর্ক রয়েছে তাহলে তা দেশের গণতন্ত্রের ইতিহাসে অত্যন্ত ভয়ঙ্কর"। এছাড়া সুখেন্দুশেখর রায় হাওয়ালাকান্ডের কান্ডারীর মৃত্যুর সাথে রাজ্যপালের যোগ সম্বন্ধে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠক এর পরদিনই মৃত্যু হয়েছিল সুরেন্দ্র জৈনের। বিষয়টি কি কাকতালীয়?" এছাড়াও তিনি দাবি করেন, "জগদীপ ধনখড় নামধারী এক ব্যক্তি ১৯৯১ সালে হাওয়ালাকাণ্ডে ১২ লক্ষ টাকার বেশি পেয়েছিলেন। তিনি কি আজকের রাজ্যপাল জগদীপ ধনখড়?" স্বভাবতই তৃণমূল সাংসদের রাজ্যপালের বিরুদ্ধে জোড়া আক্রমণের পর সরগরম পুরো বঙ্গ রাজনীতি।