হালিশহরে তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে বোমাবাজি, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/03/2022   শেষ আপডেট: 06/03/2022 10:31 a.m.

সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের তল্লাশি চালাচ্ছে পুলিশ

সদ্যসমাপ্ত পুরভোটে (West Bengal Municipal Election) অভাবনীয় জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। তবে ভোট মিটতেই অশান্তির খবর রাজ্যের একাধিক জায়গায়। এবার উত্তর ২৪ পরগনার হালিশহরে আক্রান্ত তৃণমূল কাউন্সিলর। গতকাল হালিশহরে তৃণমূল কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

হালিশহরের তৃণমূল কাউন্সিলর অশোক যাদব অভিযোগ করেন, শনিবার রাতে তাঁর বাড়ি লক্ষ্য করে দুটি বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত হয় কাউন্সিলরের গাড়ি।

অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনাস্থল থেকে বোমার টুকরো উদ্ধার করেন তাঁরা। এলাকার সিসিটিভি ক্যামেরায় খতিয়ে দেখা হচ্ছে বিষয়টি। সিসিটিভি ফুটেজ দেখে তল্লাশি চালানো হচ্ছে দুষ্কৃতীদের। বোমাবাজির পিছনে উদ্দেশ্য কি? তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।