করোনার থাবায় প্রাণ হারালেন এই তৃণমূল প্রার্থী, টুইটারে শোকপ্রকাশ মমতার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/04/2021   শেষ আপডেট: 25/04/2021 1:22 p.m.
কাজল সিনহা facebook.com/kajalSinhaOfficial/

খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহা করোনায় প্রাণ হারিয়েছেন

গোটা দেশ করোনা সংক্রমনের কবলে পড়েছে। নতুন মিউট্যান্ট স্ট্রেন আগের তুলনায় অনেক বেশি ছড়িয়ে পড়ছে এবং তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুহার। গোটা দেশের পাশাপাশি বেহাল অবস্থা বাংলাতে। একুশের বিধানসভা নির্বাচনের সময় করোনা এই থাবা উদ্বেগে ফেলছে রাজ্যবাসীকে। এরইমধ্যে আজ অর্থাৎ রবিবার করোনা প্রাণ কেড়ে নিয়েছে এক তৃণমূল প্রার্থীর। খড়দহ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হয়েছিলেন কাজল সিনহা। ষষ্ঠদফা ভোটের আগের দিন ২১ এপ্রিল তিনি করোনা আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হয়। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে রাখা হয় এবং শেষ কয়েকদিন তিনি ভেন্টিলেশনে ছিলেন।

তবে অবশেষে তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়াইয়ে ব্যর্থ হলেন কাজল সিনহা। আজ সকাল পৌনে দশটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তৃণমূল প্রার্থীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করে লিখেছেন, "আমাদের খড়দহের প্রার্থী কাজল সিনহার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মানুষের কল্যাণের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। অবিশ্রান্তভাবে প্রচার করেছে। দলের দীর্ঘদিনের একনিষ্ঠ কর্মী ছিলেন তিনি। তার শূন্যতা অপূরণীয়। তার পরিবার-পরিজনের প্রতি আমার সমবেদনা রইল।"