তাক লাগানো প্রত্যাবর্তন : তৃণমূলের জাতীয় মুখপাত্র হলেন জিতেন্দ্র তিওয়ারি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/02/2021   শেষ আপডেট: 17/02/2021 8:08 a.m.
জিতেন্দ্র তিওয়ারি

দু-মাসের অজ্ঞাতবাসের পর গুরুদায়িত্ব দেওয়া হল পান্ডবেশ্বরের বিধায়ককে

এ ভাবেও ফিরে আসা যায়! হ্যাঁ, অন্তত পশ্চিম বর্ধমানের এককালীন জেলা তৃণমূল সভাপতি তথা আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র তথা পান্ডবেশ্বর বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি এ ভাবেই ফিরে এলেন। টানা দু'মাসের টানাপোড়েনের পর অজ্ঞাতবাস কাটিয়ে তৃণমূলের জাতীয় মুখপাত্র হিসেবে আত্মপ্রকাশ করছেন জিতেন্দ্র। গুরুদায়িত্ব পেয়ে আপ্লুত জিতেন্দ্র জানান, "আমি দলনেত্রীর কাছে কৃতজ্ঞ। তিনি যে ভরসা আমার উপর রেখেছেন, তার মর্যাদা দেওয়ার চেষ্টা করব। নির্বাচনের আগে দলের কথা তুলে ধরে প্রতিপক্ষের মিথ্যাচারকে প্রতিরোধ করার চেষ্টা করব।"

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের ১৬ ই ডিসেম্বর আচমকাই তৃণমূল জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দেন জিতেন্দ্র তিওয়ারি। দল ছেড়ে বিজেপিতে যাওয়ার প্রসঙ্গ এলে বাবুল অগ্নিমিত্রাদের 'না-পসন্দ' জিতেন্দ্র ভিড়তে পারেননি গেরুয়া দলেও। মাত্র দু'দিনের মধ্যেই অরূপ বিশ্বাসের সাথে কথা বলে আবার তারই পাশে দাঁড়িয়ে বলেন ভুল করেছিলেন, দলেই আছেন। দেখা করেন অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেও। কলকাতার তৃণমূল ভবনে বুদ্ধিজীবীদের সম্মেলনে সুব্রত বক্সী ও অভিষেক বন্দোপাধ্যায়ের সাথে দেখা গেলেও সক্রিয় ভূমিকায় আসেননি। অবশেষে জাতীয় দলের মুখপাত্রের পদ দেয়া হয়েছে এই মূলস্রোতে ফিরতে মরিয়া নেতাকে। এই পদ পাওয়ায় বাকি পদগুলি যেগুলি ছেড়েছিলেন বা অনিশ্চিত ছিল সেগুলিতেও সহজেই ফিরে আসবেন জিতেন্দ্র, জল্পনা রাজনৈতিক মহলে।