বিজেপি এবং তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত বেলুড়, চলল গুলি-বোমা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 24/01/2021   শেষ আপডেট: 24/01/2021 5:39 a.m.
তৃণমূল-বিজেপি

তৃণমূলের যুব কংগ্রেসের সম্পাদক কৈলাস মিশ্রের নেতৃত্বে তাদের উপরে হামলা চালায় তৃণমূল কর্মীরা

তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ নিয়ে আবারো উত্তপ্ত হয়ে উঠলো বেলুড়। স্থানীয়দের অভিযোগ, এলাকায় কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে এবং এলাকায় বোমা পড়েছে বলেও জানা গিয়েছে। এর মধ্যেই একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর। বিজেপি কর্মী সমর্থকদের উপরে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন এলাকার বাসিন্দারা। জানা গিয়েছে একটি সভার জন্য শুক্রবার সন্ধ্যায় বেলুড়ে পতাকা লাগাচ্ছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। সেই সময়ে তৃণমূলের লোকজন এসে বিজেপির পতাকা ছিড়ে দেওয়ার চেষ্টা করেন। তা নিয়ে তুমুল বচসা সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে সেই বচসা মিটে গেলেও তা ছিল কিছুক্ষণের জন্য।

ওই ঘটনার পর বিজেপির দাবি শনিবার সকালে লিলুয়া মাতোয়ালা চৌরাস্তা দিয়ে ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক। ওই সময় তৃণমূলের যুব কংগ্রেসের সম্পাদক কৈলাস মিশ্রের নেতৃত্বে তাদের উপরে হামলা চালায় তৃণমূল কর্মীরা। মারধরের ফলে বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিবাদ করার জন্য বিজেপি টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষন অবরোধ করে রাখে জিটি রোড। এর জেরে রীতিমতো এলাকায় উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়। বিধানসভা নির্বাচনের আগে এরকম একটি ঘটনার ফলে উত্তপ্ত রাজনৈতিক মহল।