"দলত্যাগীদের জন্য দরজা বন্ধ", পুরশুড়া থেকে হুঁশিয়ারি মমতার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/01/2021   শেষ আপডেট: 25/01/2021 4:28 p.m.
facebook@AITC Official

বিজেপি নেতাজিকে অপমান করে গেল, বাংলার মানুষ তা মেনে নেবে না

বাংলা বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি পূর্ণ উদ্যমে ভোট প্রচারের উদ্দেশ্যে মাঠে নেমে পড়েছে। এরই মধ্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শাসকদলকে সামনে থেকে নেতৃত্ব দিতে প্রতিনিয়ত জনসভা করছেন। আজ অর্থাৎ ২৫ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়ার পুরশুড়ায় জনসভা করতে উপস্থিত হয়েছেন। তিনি মঞ্চ থেকে যেমন একাধারে গেরুয়া শিবিরের বিরুদ্ধে তোপ দেগেছেন ঠিক একইভাবে তৃণমূল দলত্যাগীদের প্রতি কড়া বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রী আজ দলত্যাগী নেতাদের সাফ জানিয়ে দিয়েছেন, "যারা দল থেকে বেরিয়ে গিয়েছে তাদের আর কোন দিন তৃনমূলে ফিরতে দেওয়া হবে না। দলত্যাগী নেতাদের জন্য তৃণমূলের দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে।" এছাড়াও তিনি কটাক্ষ করে বলেছেন, বিজেপি একটা ওয়াশিং মেশিন। ওখানে অনেক নেতা কালো টাকা ঢাকতে যোগদান করেছে। তবে এতে দলের কিছু যায় আসে না।"

এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী নেতাজি জয়ন্তীতে ভিক্টোরিয়াতে ঘটা ঘটনার প্রসঙ্গে তীব্র সমালোচনা করেন। তিনি গেরুয়া শিবিরকে কটাক্ষ করে বলেছেন, "কতকগুলি উগ্র ধর্মান্ধ লোক প্রধানমন্ত্রীর সামনে আমাকে টিপ্পনী করছে! এত বড় সাহস ওদের! আমার সঙ্গে ভালোভাবে কথা বললে আমি সব শুনবো। কিন্তু আমায় যদি বন্ধু দেখায় তাহলে আমি বন্দুকের সিন্দুক দেখাবো। আমি বন্দুকে না রাজনীতিতে বিশ্বাস করি।" এছাড়াও তিনি বলেছেন, "ঐদিনকার ঘটনার মাধ্যমে ওরা বাংলাকে অপমান করেছে। এর আগে ওরা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে। রবীন্দ্রনাথকে অপমান করেছে। বিরসা মুন্ডার মূর্তি বলে অন্য কাউকে মালা পরেছে। এবার নেতাজিকে অপমান করে গেল। আমায় অপমান করলে আমার কিছু যায় আসে না। কিন্তু ওরা বাংলাকে অপমান করলে রাজ্যের মানুষ কিন্তু ছেড়ে দেবে না।"