মোদি রোজ বাংলায় এসে হিন্দু মুসলিম করছেন, তাতে দোষ হচ্ছে না, কারণ কমিশন বিজেপির টিয়া-ময়না : শেষ প্রচারে তোপ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/04/2021   শেষ আপডেট: 26/04/2021 4:24 p.m.
twitter.com/BanglarGorboMB

সেফ হাউস করার উপায় নেই, কমিশন আর কেন্দ্রবাহিনী ভোটের জন্য একমাস ধরে জায়গা দখল করে বসে আছে, এদিকে প্রধানমন্ত্রী বিপর্যয় মোকাবিলা না করে বাংলা দখল করতে ব্যস্ত : তোপ মমতার

আজ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) শেষ প্রচার, কাজেই শেষ প্রচারেও বিজেপি এবং নির্বাচন কমিশনকে আক্রমণ করতে ছাড়লেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হুঙ্কার ছেড়ে বললেন, “অনেক সহ্য করেছি, আর নয়।” আজ রাজ্যজুড়ে চলছে সপ্তম দফার ভোট, বৃহস্পতিবার অর্থাৎ ২৯ এপ্রিল শেষ দফার ভোট। আজই শেষ প্রচার করতে পারবে রাজনৈতিক দলগুলি। 

আর তাতেই শেষ প্রচারে বিজেপির হয়ে লড়তে পিছু হাঁটলেন না মুখ্যমন্ত্রী। ফের করোনা পরিস্থিতির জন্য মোদি ও কমিশনকে তোপ দাগলেন তিনি। বললেন, “একজন প্রধানমন্ত্রী বিপর্যয় মোকাবিলা না করে বাংলা দখল করতে ব্যস্ত হয়ে পড়েছেন। যার জন্য করোনার এই অবস্থা। প্রধানমন্ত্রীর এই আচরণ কোনওভাবেই মেনে নেওয়া যায় না।”

তিনি আরও বলেন, "কমিশন বিজেপির টিয়া-ময়না। বিজেপির কথায় ৩ লক্ষ বাহিনী এনে করোনা ছড়িয়েছে। যখন যেভাবে ইচ্ছে পুলিশ বদলি করে দিচ্ছে। ভাবছে এভাবে নির্বাচন জিতে যাবে, কিন্তু তা কোনওদিনও সম্ভব হবে না। আমি ২০১৯ এর লোকসভা নির্বাচনে সহ্য করেছি। অনেক কিছু হচ্ছে বুঝতে পেরেও চুপ করে থেকেছি। কিন্তু এবার আর নয়। ভেবেছিলাম ওঁরা শুধরে যাবে। কিন্তু একই কাজ করেই চলেছে। কমিশন বিজেপির হয়ে কাজ করছে, আমার কাছে প্রমাণ রয়েছে। আদালতে যাব। মোদি রোজ বাংলায় এসে হিন্দু মুসলিম করছেন, তাতে দোষ হচ্ছে না। ওনাকে শোকজন করার সাহস নেই। তৃণমূলকে নিয়ে পড়ছে।”

সেফ হোম প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বার্তা, "কোভিডের জন্য ভয় পেয়ে ভোট দেওয়া বন্ধ করবেন না। তাতে গণতন্ত্রের ক্ষতি হবে। বিজেপির লাভ হবে। আমাদের এখন দু’দিকেই জ্বালা। একদিকে কমিশন সব জায়গা দখল করে রেখেছে। কেন্দ্রীয় বাহিনী কলেজ, স্কুল, স্টেডিয়াম সব দখল করে রেখেছে। তার জন্য আমি সেফ হাউস করতে পারছি না। একদিকে কোভিড, অন্যদিকে  আমাদের উপর জুলুম হচ্ছে।"

পুলিশ বাহিনী নিয়ে ফের মুখ্যমন্ত্রীর তোপ, "আমাদের রাজ্যের পুলিশের উপর ভরসা নেই ওঁদের। বাইরে থেকে পুলিশ এনেছে। আর এখানে যারা বিজেপির সমর্থক সেই সব পুলিশকে নেওয়া হচ্ছে। কী ভাবে ওঁরা? আমরা কিছু জানি না! সব খেয়াল রাখছি।" এরপরেই আত্মবিশ্বাসী কন্ঠে মমতা বলেন, "তৃণমূল জিতবেই, বিজেপি খুব বেশি হলে আশিটি আসন পেতে পারে। তৃতীয়বারের জন্য সরকার গড়বে তৃণমূলই।”