"দুঃখ প্রকাশের ভাষা নেই", বিপিন রাওয়াতের মৃত্যুতে বৈঠক বাতিল মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 08/12/2021   শেষ আপডেট: 08/12/2021 7:24 p.m.
facebook.com/MamataBanerjeeOfficial/

মৃত্যু হয়েছে তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতেরও

আজ মালদহে (Maldah) প্রশাসনিক বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee, CM)। একগুচ্ছ গুরুত্বপূর্ণ বক্তব্যও উঠে এসেছিল এই বৈঠক থেকে। সুষ্ঠভাবেই চলছিল আজকের প্রশাসনিক বৈঠক। তবে হঠাৎই ছন্দপতন। মাঝ পথেই বৈঠক শেষ করলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে তাঁর বক্তব্য, "দুঃখ প্রকাশের ভাষা নেই।"

প্রসঙ্গত, আজ তামিলনাড়ুর কন্নুরের গভীর জঙ্গলে ভেঙে পড়ে সেনাবাহিনীর বিমান কপ্টার MI-17, আর তাতেই ঘটে চরম বিপত্তি। দুর্ঘটনার কবলে পড়ে প্রয়াত হন চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত (CDS Bipin Rawat)। মৃত্যু হয়েছে তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতেরও। এছাড়াও ১১ জনের মৃত্যু হয়েছে।

এই খবর মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানো মাত্রই মালদহে মাঝপথেই প্রশাসনিক বৈঠক শেষ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর বক্তব্য, "দুঃখ প্রকাশের ভাষা নেই। আরও কিছু আলোচনার ছিল। কিন্তু যেহেতু এ রকম দুঃসংবাদ আমাদের কাছে এসেছে, তাই আগেই শেষ করছি।"