তৃণমূলের জয়ে কর্মসংস্থানের স্বপ্ন দেখছে রাজ্যের শিল্পমহল

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 04/05/2021   শেষ আপডেট: 04/05/2021 12:19 p.m.
facebook.com/MamataBanerjeeOfficial

কর্মসংস্থান ও শিল্পায়নে আরও জোর দিক নতুন সরকার, এমনটাই চাইছে রাজ্যের শিল্প মহল

অবশেষে অবসান হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2021)। অবশেষে বাংলা নিজের মেয়েকেই চায়। কাজেই তৃতীয়বারের জন্য সরকার গড়ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুশো আসন পার করে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই সরকারের তরফে নেওয়া উন্নয়নমূলক পদক্ষেপগুলির পাশে থাকার বার্তা দিয়েছে বণিকসভা ও শিল্পপতিরা। একইসঙ্গে তাঁরা ব্যক্ত করেছেন শিল্পের উন্নয়নে নতুন সরকারের কাছে তাঁদের আশা৷ কর্মসংস্থান ও শিল্পায়নে আরও জোর দিক নতুন সরকার, এমনটাই চাইছে রাজ্যের শিল্প মহল।

এ বিষয়ে শিল্পপতি সঞ্জয় বুধিয়া সংবাদমাধ্যমকে বলেন, ‘‘বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই জয় আবারও নিশ্চিত করে যে পশ্চিমবঙ্গের মানুষ দিদির নেতৃত্ব, নীতি এবং প্রকল্পগুলির উপর বিশ্বাস এবং ভরসা বজায় রেখেছে। এই রায়কে স্বাগত। গত ১০ বছর ধরে রাজ্যে যেভাবে উন্নয়ন হয়েছে তা আরও ত্বরান্বিত হবে। রাজ্য সরকার প্রান্তিক মানুষের জন্য অনেক কাজ করেছে। শিল্পায়নের স্বার্থে একের পর এক পদক্ষেপ নিয়েছে। আগামী পাঁচ বছরের জন্য আরও এগিয়ে যাবে বাংলা।’’

অন্যদিকে সংবাদমাধ্যমকে ভারত চেম্বার অফ কমার্সের সভাপতি রমেশ কুমার সারাওগি বলেন, ‘‘পশ্চিমবঙ্গের জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক নেতৃত্বের উপরই আস্থা রেখেছিল৷ পরপর তিনটি নির্বাচনের জয় এমনই ইঙ্গিত দেয়৷ অতীতের মতো আগামীতেও রাজ্য সরকারের ভবিষ্যতের প্রচেষ্টাগুলিকে আন্তরিক সমর্থন করার প্রতিশ্রুতি দিচ্ছে ভারত চেম্বার অব কমার্স৷’’