রাজ্যে তালিবানি শাসন চলছে, বেফাঁস মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 21/08/2021   শেষ আপডেট: 21/08/2021 12:50 p.m.
twitter @DilipGhoshBJP

চামচা পুলিশদের উর্দি খোলার দিন এসেছে, বাকি জীবন গরু চড়াতে হবে : পুলিশদের হুমকি দিলীপ ঘোষের

ফের বেফাঁস মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। এদিন রাজ্যের শাসকদল তৃণমূলকে তালিবানের সঙ্গে তুলনা করলেন তিনি। তৃণমূলের জেলা পরিষদের সভাধিপতির হাতে আগ্নেয়াস্ত্রের ভিডিও নিয়, এবার সেই বিষয় নিয়ে তৃণমূলকে দিলীপ ঘোষের কটাক্ষ, "একটা গণতান্ত্রিক দেশে কোনও পার্টি কর্মসূচি করতে পারবে না। কেন্দ্রীয় মন্ত্রী পরিদর্শ করতে পারবেন না। এটা হতে পারে না। কাল দেখেছেন একজন সভাধিপতি বন্দুক উঁচিকে সকলকে চমকাচ্ছেন। তালিবানি শাসন চলছে। যে দলের নেতা সেই দলের ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু নেওয়া হচ্ছে না। কারণ, এরাই দলকে ক্ষমতায় আসতে সাহায্য করেছে।"

পালটা তোপ দেগেছে তৃণমূলও। দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি পাপিয়া ঘোষ বলেন, "দিলীপ ঘোষের কোনও কাজ নেই। তাই ভোটের আগেও এমন নানা কথা বলেছেন। মানসিকভাবে অসুস্থ। অবসাদগ্রস্ত মানুষ। দিলীপ ঘোষের কথা শুনে বিভ্রান্ত হলে চলবে না। যারা ভোটের আগে মানুষকে ধর্মের নামে ভয় দেখিয়েছিল তারাই তালিবান। আমরা নয়। মানুষ তার জবাব ইতিমধ্যেই দিয়ে দিয়েছে।"

এখানেই শেষ নয়। পুলিশকে হুমকি দিয়ে এদিন দিলীপ ঘোষ বলেন, "আমরা আদালতে গিয়েছিলাম। আদালত আমাদের আকুতিকে স্বীকার করেছে। মানুষের জয় হয়েছে। চামচা পুলিশ অফিসাররা, যারা আমাদের চমকেছে, মা-বোনেদের অত্যাচারের রিপোর্ট লেখেনি, আমি বলছি তোমার উর্দি খোলার দিন চলে এসেছে। বাকি জীবন বাড়িতে বিশ্রাম করতে হবে। কাউকে গরু চড়াতে হবে, কাউকে আনাজ চাষ করতে হবে।"

যদিও এ বিষয়ে দিলীপ ঘোষকে পাল্টা কটাক্ষ ফিরহাদ হাকিমের। তিনি বলেন, "হাইকোর্ট তো তদন্তের কথা বলেছে। আর দিলীপবাবু সাজা দিয়ে দিচ্ছেন! আসলে ওঁরা আইনের শাসনেই বিশ্বাস করেন না।"