ইতিহাসের ফিনিক্স পাখির প্রত্যাবর্তন, বামেদের উত্থানে নতুন যুগের সূচনা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/03/2022   শেষ আপডেট: 03/03/2022 8:59 a.m.
https://www.facebook.com/cpimcc

রাজ্যে তাহেরপুর মডেল কি ফিরতে চলেছে? কী হল নির্বাচনের ফলাফল

মাঝে এক বছরের ব্যবধান। আর তাতেই ক্রমশ প্রাসঙ্গিক হয়ে উঠছে রাজ্যের বাম দলগুলি। অন্তত সাম্প্রতিক কয়েকটি নির্বাচনের ফলাফলে এমনই ইঙ্গিত স্পষ্ট। একুশের নির্বাচনে ফলাফল শূন্য, কিন্তু পরপর কয়েকটি পৌর নির্বাচনে খাতা খুলতে শুরু করেছি বাম দলগুলি। তাৎপর্যপূর্ণভাবে ভোট শতাংশের বিচারে ক্রমশ বাড়ছে বাম দলগুলির গ্রহণযোগ্যতা।

সম্প্রতি ১০৭ টি পুরসভার (দিনহাটা পুরসভা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ছিনিয়ে নিয়েছে শাসকদল) বামফ্রন্ট কেবল একটি পুরসভা দখল করতে পেরেছে। নদিয়ার তাহেরপুর। এই পুরসভার ১৩ টি আসনের মধ্যে ৮ টি বামেদের দখলে, ৫ টি শাসকদল তৃণমূল কংগ্রেসের দখলে। সবুজ ঝড়ে যেখানে বিরোধী দলগুলির ধরাশায়ী অবস্থা, সেখানে তাহেরপুর বাম কর্মী সমর্থকদের নতুন করে অক্সিজেন দিল বলছেন ওয়াকিবহাল মহল।

twitter

তবে কেবল তাহেরপুর নয়, বিভিন্ন জেলায় একাধিক আসন ছিনিয়ে নিয়েছে বামফ্রন্ট। হাতে গোনা কয়েকটি ওয়ার্ড ছাড়া অধিকাংশ ওয়ার্ডে দ্বিতীয় স্থানে বামফ্রন্ট। এমনকী কয়েকটি ওয়ার্ডে নামমাত্র ভোটে হেরেছে তারা। বিষয়টি বাম সমর্থকদের কাছে অত্যন্ত আশাব্যঞ্জক বলছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। তাঁদের অভিমত, নতুন প্রজন্মের ছাত্র, যুবরা ক্রমশ ফিরছে বামেদের দিকে।

বিভিন্ন জেলার কয়েকটি পুরসভায় বামেদের উত্থান সাড়া ফেলে দিয়েছে। কোচবিহারের ২ টি, জলপাইগুড়ি ১ টি, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ২ টি, মুর্শিদাবাদের জঙ্গিপুরে ৩ টি, উত্তর ২৪ পরগণায় ১৫ টি, হাওড়ার উলুবেড়িয়া ১ টি, হুগলির ৮ টি, মেদিনীপুর পুরসভায়ও খাতা খুলেছে বাম দলগুলি। শতাংশের বিচারে ১৪ শতাংশের বেশি ভোট পেয়েছে বামফ্রন্ট। বিজেপির থেকে মুখ ঘুরিয়ে ক্রমশ বামেদের দিকে মানুষের প্রত্যাবর্তন, অন্য চোখে দেখছেন ওয়াকিবহাল মহল।