ফলপ্রকাশ হল উচ্চমাধ্যমিকের, পাশের হার ৯৭.৬৯ শতাংশ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 22/07/2021   শেষ আপডেট: 22/07/2021 8:05 p.m.
-

রেজাল্টের নম্বর নিয়ে পড়ুয়ারা অসন্তুষ্ট হলে তা রিভিউ করা যাবে

ফলপ্রকাশ হল ২০২১ সালের উচ্চমাধ্যমিক (HS Result 2021) পরীক্ষার। তবে কোনও মেধা তালিকা প্রকাশিত হয়নি। প্রথম হয়েছেন মুর্শিদাবাদের এক পরীক্ষার্থী। তার প্রাপ্ত নম্বর ৪৯৯। প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে পরীক্ষা বাতিল হওয়ায় বিকল্প পদ্ধতিতে পড়ুয়াদের মূল্যায়ণ করা হয়েছিল। সেই নিরিখেই এদিন ফল প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

এবার মোট পরীক্ষার্থী ছিলেন ৮ লক্ষ ১৮ হাজার ২০২। পাশের হার দাঁড়িয়েছে ৯৭.৬৯ শতাংশ। সব জেলার পাশের হার ৯০ শতাংশের বেশি। কলা বিভাগ ৯৭.৩৯ শতাংশ পাশ করেছেন। বিজ্ঞান বিভাগে পাশ করেছেন ৯৯.৭৭ শতাংশ। প্রথম দশে আছেন ৮৬ জন। সর্বোচ্চ নম্বর উঠেছে ৪৯৯।

সংবাদমাধ্যম সূত্রের খবর, উচ্চ মাধ্যমিকে রাজ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছেন মুর্শিদাবাদ জেলার কান্দির ছাত্রী। কান্দি থানার শিবরামবাটি এলাকার বাসিন্দা রুমানা সুলতানার সাফল্যে খুশি তাঁর পরিবার। তিনি চান বড় হয়ে চিকিৎসক হতে। উল্লেখ্য, ২০১৯ সালে মাধ্যমিক পরীক্ষায় পঞ্চম স্থান দখল করেছিলেন রুমানা। মাধ্যমিকে পেয়েছিলেন ৬৮৭ নম্বর।

উল্লেখ্য, রেজাল্টের নম্বর নিয়ে পড়ুয়ারা অসন্তুষ্ট হলে তা রিভিউ করা যাবে। আগামী ২৬ তারিখের মধ্যে নিয়ম মেনে সেই আবেদনপত্র সংসদের অফিসে জমা দিতে হবে। সেই আবেদনপত্র জমা করতে পারবেন সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকা।আবেদনপত্রের সঙ্গে জমা করতে হবে একাদশ শ্রেণির উত্তরপত্র।