বাংলার মুকুটে নতুন পালক, আন্তর্জাতিক স্বীকৃতি পেল রাজ্যের দুর্গাপুজো

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 15/12/2021   শেষ আপডেট: 15/12/2021 6:54 p.m.
বড়িশা ক্লাবে পরিযায়ী বেশে দুর্গা প্রতিমা। -

ইউনেস্কোর 'সাংস্কৃতিক ঐতিহ্যের' তালিকায় জুড়ছে এ রাজ্যের দুর্গাপুজোর নাম

এবার বাংলার মুকুটে নতুন পালক। আন্তর্জাতিক স্বীকৃতি পেল পশ্চিমবঙ্গের দুর্গাপুজো (Durga Puja)। আজ টুইট করে ইউনেস্কোর (UNESCO) তরফে জানানো হল, ইউনেস্কোর 'সাংস্কৃতিক ঐতিহ্যের' তালিকায় জুড়ছে এ রাজ্যের দুর্গাপুজোর নাম। দু'দিন আগেই প্যারিসে বসেছে ইউনেস্কোর বিশেষ কমিটির সভা। চলবে ১৮ তারিখ পর্যন্ত। এই সভা থেকেই এমন প্রস্তাব এসেছে বলে খবর। ইউনেস্কোর তরফে জানানো হয়েছে, "ধর্ম-জাত-অর্থের বেড়া ভেঙে এই উৎসবে শামিল হন সকলে। তাই দুর্গাপুজোর এই অনন্য বৈশিষ্ট্যের জন্য 'হেরিটেজ' তকমা পেল বাংলার সর্বশ্রেষ্ঠ উৎসব।"

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে দুর্গোৎসবকে আন্তর্জাতিক উৎসবের স্বীকৃতি পাওয়াতে উদ্যোগী হয়েছিল রাজ্য সরকার (West Bengal Government)। রাজ্যের প্রস্তাবেই কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের মাধ্যমে এই আবেদন পৌঁছে গিয়েছিল রাষ্ট্রপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থায়। আর সেই আবেদন পর্যবেক্ষণ করে হেরিটেজ তকমা পেল দুর্গাপুজো।