সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 28/04/2021   শেষ আপডেট: 28/04/2021 10:44 a.m.
আসামের চিত্র twitter.com/remo24x7/

রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.৪

বুধবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠলো উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা। সাতসকালে ভূমিকম্প আতঙ্কে রাস্তায় বেরিয়ে পড়েন বহু মানুষ। কেবল উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় এই কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.৪। আতঙ্কে মানুষ ঘর ছেড়ে বেরিয়ে আসেন। রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। আসামের গোয়াহাটির কাছে শোণিতপুর ভূমিকম্পের উৎসস্থল বলে জানা গেছে।

বুধবার সকাল ৭টা ৫১ মিনিট নাগাদ এই প্রথমেই কম্পন অনুভূত হয়। উত্তরবঙ্গের জেলাগুলি প্রথম টের পায়। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং প্রভৃতি জেলায় এই কম্পন অনুভূত হয়। এমনকি মালদা, মুর্শিদাবাদসহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার এর মৃদু কম্পন অনুভব করতে পারে। কলকাতাতেও এর মৃদু কম্পন অনুভূত হয়েছে বলে খবর। ভূমিকম্পের তীব্রতায় এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সাতসকালে ভূমিকম্প আতঙ্কে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় ঘরবাড়ি এবং রাস্তায় ফাটল ধরা পড়েছে বলে খবর।