দেগঙ্গায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে শূন্যে গুলি চালানোর অভিযোগ, অভিযোগ অস্বীকার কমিশনের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/04/2021   শেষ আপডেট: 17/04/2021 4:17 p.m.
-

শীতলকুচির মতো দেগঙ্গায় কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর অভিযোগ উঠল, হতাহতের কোন খবর নেই

শীতলকুচি ঘটনার রেশ এখনও মেটেনি। এখনও শাসক বিরোধী দুই যুযুধান প্রধান শক্তির চাপানউতোর চলছে। গতকালকের অডিও টেপ সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। এর মধ্যে আজ পঞ্চম দফা নির্বাচনে উত্তর ২৪ পরগণার দেগঙ্গায় কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছে বলে অভিযোগ। যদিও এই অভিযোগ নির্বাচন কমিশন খারিজ করে দিয়েছে। স্থানীয় সূত্রে খবর, উত্তর ২৪ পরগণার দেগঙ্গা বিধানসভার কুড়ি কুড়ুলগাছা গ্রামের ২১৪ ও ২১৫ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় বাহিনী শূন্যে গুলি চালিয়ে এলাকায় সন্ত্রাস তৈরির চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। যদিও কমিশন এলাকাবাসীর অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।

উল্লেখ্য, শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর ১২৬ নম্বর বুথে গুলি চালানোর ঘটনায় ৪ জন মারা যায়। এই নিয়ে রাজ্য রাজনীতি আজও উত্তাল। এমন অবস্থায় দেগঙ্গার এই ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ এলাকায় কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে। মানুষকে ভয় দেখাচ্ছে। গুলি চালিয়ে এলাকায় আতঙ্ক তৈরির চেষ্টা করছে। এলাকায় কিছু মানুষের জমায়েত দেখে শূন্যে গুলি ছোঁড়া হয় বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। যদিও কমিশন প্রাথমিক তদন্তের পর স্পষ্ট জানিয়েছেন সিআরপিএফ কোন গুলি চালায়নি। এলাকার পরিবেশ থমথমে।