সরকারী চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারনার অভিযোগে গ্রেফতার পুরুলিয়ার স্কুল শিক্ষক

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 21/07/2021   শেষ আপডেট: 21/07/2021 11 p.m.

অভিযুক্ত পুরুলিয়ার হলেও পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে তাঁকে গ্রেফতার করেন বান্দোয়ান থানার পুলিশ

টাকার বিনিময়ে সরকারী চাকরি পাইয়ে দেওয়ার ঘটনা বহুদিন আগে থেকেই চলে আসছে। সেই সূচীতে নতুন সংযোজন পুরুলিয়ার এক স্কুল শিক্ষক। নবীন সিং মুড়া নামের অভিযুক্ত ওই ব্যক্তিকে মঙ্গলবার পশ্চিম বর্ধমানের কাঁকসা থানা এলাকা থেকে গ্রেফতার করেন বান্দোয়ান থানার পুলিশ। বুধবার তাঁকে আদালতে তোলা হয়। আপাতত তাঁকে ১০ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

পুলিশ সুত্রের খবর, নবীনের বাড়ি বাঘমুণ্ডি থানার তুনতুরি গ্রামে। তিনি বীরগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। প্রসঙ্গত, প্রতারনার অভিযোগে গত ২৯এ জুন বান্দোয়ান থানার ধাদকা গ্রামের বাসিন্দা সুনিল প্রামানিক এবং দিঘার গনেশ সিংহকে বৈদ্যুতিক খুঁটিতে বেধে মারধর করেন এলাকার কিছু বেকার যুবক। সেদিনই সেই গ্রামের বাসিন্দা কৃষ্ণপদ মাহাত পুলিশকে লিখিত অভিযোগ দায়ের করে জানান, তিনি সহ এলাকার বহু শিক্ষিত বেকার যুবকের থেকে চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা প্রতারনা করেছে গণেশ সিংহ ও সুনীল প্রামাণিক। তাঁদের থেকেই গনেশের জামাই নবীনের কথা জানতে পারে পুলিশ এবং এই এই চক্রান্তে নবীন-যোগ জানতে পেরে তাঁকে গতকাল গ্রেফতার করে পুলিশ।