স্কুলের মিড ডে মিলের টাকা লুঠ করার জন্যই গরমের ছুটি দেওয়া হয়েছে, তোপ শুভেন্দুর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 29/04/2022   শেষ আপডেট: 29/04/2022 5:49 p.m.
-

২ মে থেকে স্কুল-কলেজ-ইউনিভার্সিটিতে চলবে গরমের ছুটি

দক্ষিণবঙ্গ জুড়ে চলছে তাপপ্রবাহ (Heat wave)। নাম নেই বৃষ্টির। এই পরিস্থিতিতে অসুস্থ হয়ে পড়ছে একাধিক স্কুলের পড়ুয়ারা। শেষে নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ২ মে থেকে স্কুল-কলেজ-ইউনিভার্সিটিতে চলবে গরমের ছুটি। এনিয়ে পড়ুয়া ও অভিভাবকদের একাংশের মধ্যে সৃষ্টি হয়েছে বিরোধ। মুখ খুলতে দেখা গিয়েছে বিরোধীদলগুলিকেও। প্রসঙ্গত, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চললেও কোচবিহার,জলপাইগুড়ি প্রভৃতি জেলাতে এখন আবহাওয়া বেশ আরামদায়ক। সেখানে সমস্যা হচ্ছে না ক্লাস করতে। অথচ উত্তরবঙ্গে পড়েছে গরমের ছুটি।

এনিয়ে উত্তরবঙ্গে স্কুল খোলা রাখার দাবিতে সরব হতে দেখা যায় শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে। শুক্রবার উত্তরবঙ্গ সফরে গিয়ে শঙ্কর ঘোষের দাবিকেই সমর্থন জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, "এই সরকার চায় না স্কুলগুলি খোলা থাক। কারণ স্কুল যদি খোলা থাকে তাহলে সরকারকে ইলেকট্রিক বিল দিতে হবে। স্কুল খোলা থাকলে মিড ডে মিলের চাল মারা যাবে না, তৃণমূলের কাটমানিখোর নেতারা মিড ডে মিলের চাল টাকা মারতে পারবেন না। শিক্ষক নিয়োগ নিয়েও চাপ আসবে না। সরকারি স্কুলগুলি বেসরকারি স্কুলের থেকে এআরও পিছিয়ে যাবে। তখন বেসরকারি স্কুলে ভর্তির চাপ বাড়বে। এই সমস্ত গোপন এজেন্ডা উপরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"