নন্দীগ্রামে ফের বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 29/03/2021   শেষ আপডেট: 29/03/2021 6:58 p.m.
-facebook

নন্দীগ্রামের আসাদতলা এলাকায় বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী। বিক্ষোভকারীদের হাতে তৃণমূলের পতাকা।

নিজ গড়ে ফের বিক্ষোভের মুখে পড়তে হল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে। ঘটনাটি ঘটেছে নন্দীগ্রামের আসাদতলা এলাকায়।

দ্বিতীয় দফা নির্বাচনের নির্ঘণ্ট যতই এগিয়ে আসছে, ততই রাজ্য রাজনীতি গরম হয়ে উঠছে। সোমবারের এই ঘটনায় আর একবার প্রমাণ করল এবারের নির্বাচনে বড় ভূমিকা নিতে চলেছে নন্দীগ্রাম বলে মনে করছেন রাজ্য - রাজনীতির একাংশ। স্থানীয় সূত্রে খবর, সোমবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে প্রচার কার্যে ব্যস্ত। স্থানীয় এক কর্মীর বাড়িতে মধ্যাহ্ণ ভোজ সেরে অন্য একটি জায়গায় নির্বাচনী কাজে যাওয়ার পথে আসাদতলা এলাকায় বিক্ষোভের মুখে পড়েন। যাঁরা বিক্ষোভ করছিলেন তাদের হাতে তৃণমূলের পতাকা ছিল বলে সূত্রের খবর। বিক্ষোভের আঁচ শুভেন্দু অধিকারীর গাড়ির উপর এসে পড়ে। ততক্ষণে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা রক্ষী এবং কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা তাঁর গাড়ি ঘিরে ফেলেন বলে খবর।

অল্প সময়ের মধ্যেই এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কয়েক দিন আগেই একই ভাবে শুভেন্দু অধিকারীকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল। নন্দীগ্রামের ভূমিপুত্রকে এই ভাবে বারবার বিক্ষোভের মুখে পড়তে দেখে কার্যত প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষক একাংশ। যদিও এই ঘটনায় দু- তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি।