তৃণমূলে যোগদান মহিলা কংগ্রেস সভাপতির, সুস্মিতা দেবের আগমনে খুশি তৃণমূল সুপ্রিমো

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/08/2021   শেষ আপডেট: 16/08/2021 3:37 p.m.
facebook.com/AITCofficial/

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে সুস্মিতা দেব তৃণমূলে যোগদান করেন

অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কংগ্রেস (Congress) ছেড়ে তৃণমূলে (TMC) যোগদান করলেন সুস্মিতা দেব (Susmita Deb)। আজ অর্থাৎ সোমবার তিনি সোনিয়া গান্ধীকে চিঠি পাঠানোর পর কলকাতায় এসে দেখা করেন ডেরেক ও ব্রায়নের সঙ্গে। তাঁর সঙ্গেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রীটের অফিসে যান তিনি। সেখানে বেশ কিছুক্ষণ তিনজন বৈঠক করেন। বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে উত্তরীয় পরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুস্মিতা দেবকে তৃণমূল কংগ্রেস দলে স্বাগত জানায়। প্রসঙ্গত উল্লেখ্য, সুস্মিতা দেব এতদিন ধরে মহিলা কংগ্রেস সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তবে বেশ কিছুদিন ধরে দলের সঙ্গে মতান্তরের জন্য কংগ্রেসের সাথে দূরত্ব বৃদ্ধি পাচ্ছিল তাঁর। দলত্যাগের জল্পনা আবহে সত্যি সত্যিই আজ দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে যোগদানের পর তাঁরা নবান্নে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাথে দেখা করার জন্য। সুস্মিতা দেব তৃণমূলে যোগদান করায় বেশ খুশি মুখ্যমন্ত্রী।

একুশে বাংলা বিধানসভা নির্বাচন জিতে যাওয়ার পর তৃণমূল সুপ্রিমো বাংলার বাইরে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে শক্তিবৃদ্ধিতে নজর দিয়েছেন। ত্রিপুরা এবং অসমে জোরকদমে চলছে সংগঠন বৃদ্ধির কাজ। জাতীয় রাজনীতিতে মমতার নেতৃত্বে জোট গঠনের সম্ভাবনা দিনে দিনে প্রকট হচ্ছে। এই পরিস্থিতিতে সুস্মিতা দেব তৃণমূলে যোগ দেওয়ায় অসমে দলের গুরুত্ব অনেকটাই বৃদ্ধি পাবে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন সুস্মিতা দেবকে সামনে রেখে অসমে তৃণমূলের শক্তি বৃদ্ধির কাজ করবেন।