৩৫ জন নিরাপত্তারক্ষী নিয়ে BJP-এর সভাপতি পদে পথচলা শুরু সুকান্ত মজুমদারের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/09/2021   শেষ আপডেট: 25/09/2021 5:14 p.m.
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার twitter.com/DrSukantaBJP/

রাজ্য বিজেপির সভাপতিকে জেড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র

সদ্যই রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব (BJP State President) পেয়েছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিদ্যায় পিএইচডি করেছেন তিনি। এতদিন দায়িত্ব সামলেছেন সাংসদ হিসেবে। তবে বর্তমানে রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব পেয়েই কাঁধে বড়ো দায়িত্বের চাপ এসে পড়েছে তাঁর। কিন্তু থেমে থাকেননি তিনি। রাজ্য বিজেপি সভাপতির দায়িত্ব কাঁধে নিয়েই ভবানীপুরের প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে ভোট প্রচারে নেমে পড়েছেন সুকান্ত মজুমদার।

আর তাতে প্রায় দু’বার পুলিশি বাধার মুখে পড়তে হয়েছে সুকান্তবাবুকে। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় পরিবেশ। সেই কারণেই এবার রাজ্য বিজেপির সভাপতিকে জেড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র। 

সূত্রের খবর, আজ থেকেই নিরাপত্তা পাচ্ছেন তিনি। মোট ৩৫ জন নিরাপত্তারক্ষীকে নিয়ে পূর্ণ হবে জেড ক্যাটেগরির নিরাপত্তা। নিয়ম অনুযায়ী, সাংসদ হিসেবে আগে ওয়াই প্লাস ক্যাটেগরির সুরক্ষা পেতেন সুকান্তবাবু। তবে এবার নতুন দায়িত্বের পাশাপাশি বাড়ল নিরাপত্তাও। মোট ৩৫ জন থাকবেন সুকান্ত মজুমদারের নিরাপত্তার দায়িত্বে।