পুজো বিষয়ে মুখ্যমন্ত্রীর অবস্থানের কড়া সমালোচনা করলেন সুজন চক্রবর্তী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/10/2020   শেষ আপডেট: 16/10/2020 3:47 a.m.
সুজন চক্রবর্তী

মুখ্যমন্ত্রী নিজে নিরাপদে থেকে মানুষকে বিপদে ঠেলছেন - সুজন

করোনা পরিস্থিতিতে অন্য রাজ্য পুজো করার অনুমতি না দিলেও পশ্চিমবঙ্গ দিয়েছে। মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধন থেকে চক্ষুদান সবটাই শুরু করে দিয়েছেন। ইতিমধ্যে হাইকোর্ট পুজো এবং অনুদান বিষয়ে রাজ্য সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে। আর এই সবটা নিয়েই রাজ্য সরকারের সমালোচনা করলেন বিধানসভার বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। তিনি বললেন, "মুখ্যমন্ত্রী নিজে ভার্চুয়ালি পুজো উদ্বোধন করে নিরাপদে থাকছেন আর যারা পুজো দেখতে যাবেন তাঁরা বিপদে পড়বেন।" তিনি আরও বলেন "করোনার কারণে গণেশ চতুর্থী থেকে ঈদ সবটাই মানুষ ঘরে বসে কাটিয়েছে। যখন করোনা আক্রমণ সবথেকে বেশি তখন মানুষকে বাইরে বের করে দেওয়া ঠিক হচ্ছে না।"

সুজন বাবুর স্পষ্ট দাবি পুজোর মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে তৃণমূল সরকার। এর ফলে মানুষের ক্ষতি হলে, সংক্রমণ বাড়লে তার দায় মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিতে হবে বলে দাবি জানান তিনি।

একইসাথে অনুদান প্রসঙ্গে হাইকোর্টের অবস্থানকে মান্যতা দিয়ে তিনি বলেন, "হাইকোর্ট সঠিক প্রশ্ন তুলেছে। সাধারণের টাকা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা দরকার।"