মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার 'দুয়ারে আধার নম্বর সংযুক্তিকরণ' কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 23/06/2021   শেষ আপডেট: 23/06/2021 9:53 a.m.
মমতা বন্দ্যোপাধ্যায় instagram.com/mamataofficial

উদ্যোগ নেবে রাজ্যের খাদ্য দপ্তর

নির্বাচনের আগেই 'দুয়ারে সরকার' কর্মসূচি গ্রহণের মারফৎ সমস্ত সরকারি প্রকল্পগুলি রাজ্যের আম জনতার কাছে সহজে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিল পশ্চিমবঙ্গ সরকার। নির্বাচনের আগেই প্রস্তাবিত 'দুয়ারে রেশন' প্রকল্প আর কিছুদিনের মধ্যেই কার্যকর করার কথা। যশ বিধ্বস্ত দুর্গতদের কাছে সাহায্য পৌঁছে দিতে 'দুয়ারে ত্রাণ' কর্মসূচি গ্রহণ করেছিল রাজ্য সরকার। এবার রাজ্যের খাদ্য দপ্তরের তত্ত্বাবধানে শুরু হবে 'দুয়ারে আধার নম্বর সংযুক্তিকরণ'কর্মসূচি। এই কর্মসূচি চালু হবে রেশন গ্রাহকদের জন্য। ইতিমধ্যেই খাদ্য দফতরের সাথে ওয়েবেল টেকনোলজি লিমিটেডের কথা হয়েছে এই বিষয়ে। আগামী আগস্ট মাসের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে। তারপরও যদি কেউ বাকি থেকে গেলে এলাকা ভিত্তিক শিবির খোলা হবে এবং সুবিধা পৌঁছে দেওয়া হবে।

যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, আগস্ট থেকেই রেশন ও আধারের লিঙ্ক করা বাধ্যতামূলক। সমস্ত রেশন ডিলারদের এই বিষয়ে অবগত করা হয়েছে যাতে জুলাইয়ের মধ্যে তারা গ্রাহকদের এই বিষয়ে জানাতে পারে। এই সংযুক্তিকরণের ফলে গ্রাহকরা কোন সময়ে কতটা পরিমাণ রেশন পেল, তার হিসাব কেন্দ্রীয় সরকারের খাতায় অনলাইনে নথিভুক্ত হয়ে যাবে। প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই অনেকে রেশন কার্ডের সাথে আধার সংযুক্তির কাজ সেরে ফেলেছেন। বাকিরাও যাতে অবিলম্বে কাজ মেটাতে পারেন তাই মুখ্যমন্ত্রীর এই ঘোষণা কার্যত সুপ্রিম কোর্টের আদেশকে মাথায় রেখেই। ১১ নম্বর ফর্ম ফিলাপ করে এই সুবিধার সাথে যুক্ত হওয়া যাবে।