কল্পতরু মমতা সরকার! হুগলির ক্যান্সার রোগীর বোন ম্যারো প্রতিস্থাপন হচ্ছে "স্বাস্থ্যসাথীর" আওতায়

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 22/06/2021   শেষ আপডেট: 22/06/2021 6:51 p.m.
- twitter

বোন ম্যারো প্রতিস্থাপনের জন্য রাজ্য সরকার ৫ লাখ টাকা খরচ বহন করছে

একুশে নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস (TMC) ভোট প্রচারে জন্য দুয়ারে সরকার ও স্বাস্থ্যসাথী (Swastha sathi) প্রকল্পের ব্যাপক প্রচার করেছিলেন। বাংলার মানুষের কথা ভেবে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী প্রকল্প এনেছিলেন যার মাধ্যমে রাজ্যের হাজার হাজার মানুষ বিনা খরচে সুচিকিৎসার সুবিধা পেয়েছে। অনেক ক্ষেত্রে কিছু খরচ না করেই অনেক কঠিন কঠিন রোগের চিকিৎসা হয়েছে রাজ্যবাসীর এই স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য। বলা ভালো, একুশে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়লাভের মেরুদন্ড এই স্বাস্থ্যসাথী প্রকল্প। এবার এক ক্যান্সার রোগীর বোনম্যারো প্রতিস্থাপনের অর্ধেক খরচ স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় বহন করছে রাজ্য সরকার।

রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এর তরফ থেকে টুইট করে রাজ্য সরকারের এমন উদ্যোগের কথা জানানো হয়েছে। তারা জানিয়েছে, "বোন ম্যারো ট্রান্সফারের জন্য ৫ লাখ টাকা খরচ বহন করবে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প যা মোট খরচের প্রায় ৫০ শতাংশ।" দপ্তর সূত্রে জানা গিয়েছে হুগলির উত্তরপাড়ার এক বাসিন্দা ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তাঁর চিকিৎসার স্বার্থে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা প্রয়োজন হয়ে পড়েছিল। যার খরচ ছিল প্রায় ১০ লাখ টাকা। মধ্যবিত্ত পরিবারের পক্ষে এত টাকা খরচ করা সম্ভব ছিল না। এই কঠিন পরিস্থিতিতে স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য অর্ধেক টাকা রাজ্য সরকার ওই পরিবারের হাতে তুলে দিয়েছে। রাজ্য সরকারের এমন নজিরবিহীন পদক্ষেপে মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন আমজনতারা।