দক্ষিণ ২৪ পরগনায় শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল ৮৮ বছরের বৃদ্ধের ওপর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 31/05/2022   শেষ আপডেট: 31/05/2022 8:13 p.m.

শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ওই বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ

দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা (Patharpratima) ব্লকের ব্রজবল্লভপুর গ্রামে তিন বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল ৮৮ বছরের এক বৃদ্ধের ওপর। ঘটনা প্রকাশ্যে আসতেই পাথরপ্রতিমা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হতে, শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ওই বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের ব্রজবল্লভপুর গ্রামের বাসিন্দা নির্যাতিতা ওই শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে একই গ্রামের বাসিন্দা অভিযুক্ত বলাইচাঁদ মাটিয়ার বিরুদ্ধে। তাঁর বয়স ৮৮। বর্তমানে নির্যাতিতাকে কাকদ্বীপ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে স্বাস্থ্যপরীক্ষার জন্য।

এদিকে অভিযুক্তের পরিবারের দাবি, তাঁরা সিপিআইএমকে সমর্থন করেন। তাই শাসক দলের লোকজন বলাইচাঁদ মাটিয়াকে ফাঁসিয়েছে। যদিও এই অভিযোগের তীব্র প্রতিবাদ করেছেন ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শাসকদলের পরিমল বারিক। তিনি বলেন, "আমরা কোনও নোংরা রাজনীতি করি না। বৃদ্ধের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।"